ভালো নেই বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জুন ২০২৪, ০৬:৩৪, আপডেট: ১৭ জুন ২০২৪, ০৭:৫৯
ভালো নেই বাংলাদেশ। ঈদের দিনের সকালটা ভালো যাচ্ছে না টাইগারদের। কোথায় ঈদ উপহার দিতে দারুণ কিছু করবেন, সেখানে একে একে উইকেট বিলিয়ে আসছেন ব্যাটাররা গা গরম হবার আগেই। রীতিমতো আত্মহত্যা করে ফিরছেন তারা।
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে সোমবার ভোরে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিমালয়ের দেশ নেপাল। সেন ভিনসেণ্টের টসে হেরে আগে ব্যাট করছে টাইগাররা।
তবে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম বলেই আত্মহত্যা করেন তানজিদ তামিম। সোমপালকে তার বলেই ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন তিনি। ওই ওভারে ফিরতে পারতেন লিটনও, রিভিউ নিয়ে বেঁচে যান এই ব্যাটার।
লিটন সেবার বাঁচলেও বাঁচেননি নাজমুল হোসেন শান্ত। দীপেন্দ্র সিংহের বল না বুঝে বোল্ড হয়েছেন দ্বিতীয় ওভারর তৃতীয় বলেই। ৫ বলে ৪ করে আউট হন তিনি। বাংলাদেশ অধিনায়কের যেন রান করার দিন আসছেই না!
লিটন দাস আর শান্তের মাঝে যেন প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে বেশি খারাপ করতে পারে। যেখানে লিটন একটু পিছিয়েই থাকলেন, ১২ বলে ১০ রানে তিনি আউট হয়েছেন। ব্যর্থতার চোরাবালিতে দু'জনে যেন আটকা পড়েছেন।
থিতু হতে পারেননি তাওহীদ হৃদয়ও। দলের প্রয়োজনের সময়ে অহেতুক শট খেলে ফিরেছেন ভালো শুরু করেও। ৭ বলে ৯ রানে আউট হন তিনি। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে পাওয়ার প্লে শেষ করে বাংলাদেশ।
এরপর অবশ্য মাহমুদউল্লাহকে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করছিলেন সাকিব। তবে সেই সাকিবের ভুলেই কপাল পুড়ে মাহমুদউল্লাহর। সাকিবের কলে সাড়া দিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন ১৩ বলে ১৩ রানে। ৯ ওভারে ৬১ রানে ষষ্ট উইকেট হারায় টাইগাররা।
এই মুহূর্তে দলের সংগ্রহ ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৩ রান। তানজিম ১৫ ও জাকের আলি ব্যাট করছেন ৭ রানে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা