১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হ্যারি ব্রুকের ব্যাটিং ঝড়ে বিশ্বকাপে টিকে রইল ইংল্যান্ড

হ্যারি ব্রুকের ব্যাটিং ঝড়ে বিশ্বকাপে টিকে রইল ইংল্যান্ড - ছবি : সংগৃহীত

টি টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে ৪১ রানে হারিয়ে সুপার-8-এর দিকে পা বাড়িয়ে রাখল ইংল্যান্ড। তবে এখন তাদের অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। এদিকে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে নেট রান রেট ভালো রাখার চেষ্টা করেছে জোস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। এখন তাদের চোখ অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড ম্যাচের দিকে থাকবে।

অস্ট্রেলিয়া এই ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে পারলেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড সুপার-৮-এর জন্য যোগ্যতা অর্জন করবে। অন্যথায় টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হবে বাটলারদের। প্রকৃতপক্ষে, নামিবিয়ার বিরুদ্ধে এই জয়ের পর, ইংল্যান্ডের পকেটে চার ম্যাচের শেষে পাঁচ পয়েন্ট রয়েছে। অন্যদিকে স্কটল্যান্ডের ৩ ম্যাচে একই সংখ্যক পয়েন্ট রয়েছে। অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ইংল্যান্ড।

ইংল্যান্ড বনাম নামিবিয়া ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে, ইংলিশ দল প্রথমে ব্যাট করে ১০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১২২ রান তোলে। দলকে এই স্কোরে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দলের বিস্ফোরক ব্যাটসম্যান হ্যারি ব্রুক। মাত্র ২০ বলে ৪টি চার ও ২টি আকাশচুম্বী ছক্কার সাহায্যে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ব্রুক। তিনি ছাড়াও জনি বেয়ারস্টো ১৮ বলে ৩১ রান করেন। এই সময়ে তিনি তিনটি চার ও ২টি ছক্কা হাঁকান।

এই স্কোর তাড়া করতে গিয়ে নামিবিয়ার শুরুটা ভালো হলেও তাদের ব্যাটসম্যানরা ইংল্যান্ডের মতো আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেনি। নামিবিয়া ১০ ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান করতে পারে এবং জোস বাটলারের দল ৪১ রানে জয়ী হয়। এই জয়ে গ্রুপ সি-তে পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। তবে বর্তমানে ইংল্যান্ডের রান রেট অস্ট্রেলিয়ার থেকেও ভালো হয়ে গেছে। তাদের সব আশা এখন অস্ট্রেলিয়ার ওপর।


আরো সংবাদ



premium cement
শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০

সকল