১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুপার এইটের চ্যালেঞ্জের সামনে ইংল্যান্ড-স্কটল্যান্ড

সুপার এইটের চ্যালেঞ্জের সামনে ইংল্যান্ড-স্কটল্যান্ড - ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে স্কটিশরা। সমানসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে ইংলিশরা। সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখতে আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জিততেই হবে ইংল্যান্ডকে।

জয়ের পর আগামী ১৬ জুন ভোরে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ইংলিশদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচ থেকে অন্তত ১ পয়েন্ট পেলেই সুপার এইটের টিকিট পাবে স্কটল্যান্ড। তবে হেরে গেলেও, রান রেট ভালো থাকলে পরের রাউন্ডে যাবে স্কটিশরা।

অ্যান্টিগায় ইংল্যান্ড-নামিবিয়ার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড শুরু হবে (বাংলাদেশ সময় রোববার) ভোর ৬টা ৩০ মিনিটে।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করেছিলো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইংল্যান্ড-স্কটল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানে হেরে চাপে পড়ে যায় ইংল্যান্ড। তবে পরের ম্যাচে ওমানের বিপক্ষে ১০১ বল বাকি রেখে ৮ উইকেটে জয়ের সুপার এইটে খেলার দৌড়ে ফিরে আসে ইংলিশরা।

ইংল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করলেও, নামিবিয়ার বিপক্ষে ৫ উইকেটে এবং ওমানের সাথে ৭ উইকেটে ম্যাচ জিতে স্কটল্যান্ড। ফলে সুপার এইটের দৌড়ে ভালো অবস্থায় রয়েছে তারা।
সুপার এইটে খেলতে হলে, নামিবিয়ার বিপক্ষে জিততেই হবে ইংল্যান্ডকে। আর সেটা যদি হয় বড় ব্যবধানে, তাহলে আরো ভালো। কারণ অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ড হারলে, তখন রান রেট বিবেচনায় আসবে। বর্তমানে স্কটল্যান্ডের চেয়ে রান রেটে এগিয়ে ইংল্যান্ড। তাদের রান রেট ৩.০৮১ এবং স্কটল্যান্ডের ২.১৬৪। দু’দলের পয়েন্ট সমান ৫ হলে, রান রেট বিবেচনায় আসবে।

ওমানের ন্যায় নামিবিয়াকেও উড়িয়ে দিয়ে নিজেদের কাজ সেরে রাখতে চায় ইংল্যান্ড। দলের অধিনায়ক জশ বাটলার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, নামিবিয়ার বিপক্ষে বড় জয়। যদি পরবর্তীতে রান রেট বিবেচনা করা হয়, তখন যেন আমরাই এগিয়ে থাকি।’

স্কটল্যান্ড রান রেট নিয়ে ভাবতে নারাজ। অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে উঠতে চায় তারা। দলের ওপেনার জিওর্জি মুনসি বলেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়। এ ম্যাচের অজিদের বিপক্ষে সেরা ক্রিকেট খেলে জয় নিয়ে মাঠ ছাড়তে চাই আমরা। সুপার এইটে খেলার ভালো সুযোগ আমাদের সামনে। আশা করছি, আমরা পারবো।’

গ্রুপ ‘বি’তে ইংল্যান্ড-স্কটল্যান্ডের এমন সমীকরণ নিয়ে কথা বলেছেন আগেই সুপার এইট নিশ্চিত করা অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তিনি বলেছিলেন, ‘ইংল্যান্ডকে গ্রুপ পর্ব থেকে বিদায় করতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে অস্ট্রেলিয়া। বিশ্বের অন্যতম সেরা দল ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টুর্নামেন্ট থেকে তাদের বিদায় করাটা আমাদের জন্য যেমন ভালো, ঠিক তেমনি অন্যদের জন্যও।’

কিন্তু এমন বক্তব্য হ্যাজেলউড মজা করেই বলেছেন বলে জানান অস্ট্রেলিয়ার আরেক পেসার প্যাট কামিন্স, ‘হ্যাজেলউডের সাথে আমার কথা হয়েছে। মজা করেই ওমন কথা বলেছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের জন্যই আমরা মাঠে নামবো। দলের সদস্য হিসেবে মজা করা হতে পারে। কিন্তু যদি বলেন খেলার ধরণ বদলাবে কিনা, আমি বলবো অবশ্যই না। অন্যান্যদের মতো আমিও কখনো জয়ের লক্ষ্য এবং আক্রমণাত্মক মানসিকতা ছাড়া মাঠে নামি না।’

 

 

 

 

 

 


আরো সংবাদ



premium cement
জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে : আমিরে জামায়াত অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম জাতিসঙ্ঘের আরো জোরদার সহযোগিতার আহ্বান ঢাকার আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : কুলাউড়ায় আ’লীগ নেতা আজাদ গ্রেফতার খুনকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেই ওসি দায়ী : ডিএমপি কমিশনার সিরিয়াকে বশে রাখতে দামেস্কের কাছে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল সহজ নয় : রিজওয়ানা হাসান গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ, ভৈরবে বিএনপির পথসভা ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

সকল