১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রেকর্ড জয়ে সুপার এইট স্বপ্ন বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

রেকর্ড জয়ে সুপার এইট স্বপ্ন বাঁচিয়ে রাখল ইংল্যান্ড - ছবি : সংগৃহীত

বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেতে একটু বেশিই যেন ক্ষুধার্ত ছিল ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচে অপেক্ষার পর তৃতীয় ম্যাচে এসে থ্রি লায়ন্সরা ধারণ করল হিংস্র রূপ৷ ব্যাটে-বলে ওমানকে পুরোপুরি ক্ষত-বিক্ষত করলো তারা। বিশ্ব রেকর্ড গড়েই ছিনিয়ে এনেছে জয়।

বৃহস্পতিবার রাতে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ওমান। যেখানে ওমানকে মাত্র ৪৭ রানে আটকে দিয়ে থ্রি লায়ন্সরা জয় তোলে নিয়েছে ১০১ বল হাতে রেখে, মোটে ১৯ বলে! ৮ উইকেটে জিতেছে ইংল্যান্ড।

প্রথম দুই ম্যাচ থেকে জয় আসেনি। অস্ট্রেলিয়ার কাছে হারের পর স্কটল্যান্ডের সাথে করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি। সব মিলিয়ে একটু চাপেই ছিল ইংল্যান্ড। তবে তৃতীয় ম্যাচে এসে সেই চাপ উড়িয়ে দিলো তুড়ি মেরে, ইংলিশরা ফিরেছে স্বরূপে।

পেস আর স্পিনের বৈচিত্র্যময় মিশেলে ওমানকে অলআউট করতে ইংল্যান্ড সময় নেয় ১৩.২ ওভার পর্যন্ত। আদিল রাশিদের ১১ রানে ৪, জফরা আর্চার ও মার্ক উডের সমান ১২ রানে ৩ উইকেটে মাত্র ৪৭ রানে ধসে যায় ওমান। বিশ্বকাপ ইতিহাসে যা চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ।

ওমানের হয়ে মাত্র একজন পেরেছেন দুই অংকের ঘরে যেতে, শোয়াইব খান (১১)। ২৩ বলে এই রান করেন তিনি। বাকিদের কেউ আর বলার মতো রান পাননি।

জবাব দিতে নেমে জোড়া ছক্কায় ইনিংস শুরু করে ইংলিশরা। তবে পরের বলেই শেষ হয় ফিল সল্টের ৩ বলে ১২ রানের ইনিংস। পরের ওভারেই ফেরেন তিনে নামা উইল জ্যাকস, ৭ বলে ৫ রান করেন তিনি।

তবে মূল কাজটা করেন জশ বাটলার, ৮ বলের ইনিংসে করেন ২৪* রান। সাথে যোগ দেন বেয়ারেস্টো, ২ বলে ৮*। সুবাদে মাত্র ১৯ বলেই জয়ের বন্দরে ইংল্যান্ড। বলের বিচারে বিশ্বকাপ ইতিহাসে যা সবচেয়ে বড় জয়।

এই জয়ে সুপার এইটে যাবার রসদ পেল ইংল্যান্ড। এবার শেষ ম্যাচে নামিবিয়াকে বড় ব্যবধানে উড়িয়ে দিতে সেরা আটে পা রাখা অসম্ভব নয়। অবশ্য সে জন্যে ওমানকে বড় ব্যবধানে হারতে হবে অস্ট্রেলিয়ার কাছে।

 


আরো সংবাদ



premium cement