১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছন্দ ধরে রাখতে পারলেন না হৃদয়

এখনো ভরসা হয়ে আছেন সাকিব - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ছন্দ ওয়েস্ট ইন্ডিজে নিয়ে আসতে পারলেন না তাওহিদ হৃদয়। থিতু হয়ে ঝড় তোলার আগেই ফিরতে হয়েছে তাকে। সরে গিয়ে মারতে গিতে প্রিঙ্গেলের হাতে উইকেট দিয়ে এসেছেন হৃদয়। খানিকটা চাপে বাংলাদেশ।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছে বাংলাদেশ। যেখানে টসে হেরে ব্যাট করছে টাইগাররা। সুপার এইটে উঠতে হলে যে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ।

টসে হেরে ব্যাট করতে নেমে বেশ নড়বড়ে বাংলাদেশ। প্রথম ওভার মাত্র ৩ রান তোলে নিরাপদে কাটিয়ে দিলেও দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলেই ঘটে প্রথম অঘটন। ব্যাক স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন শান্ত৷ বাংলাদেশ অধিনায়ক আউট হন ৩ বলে ১ রানে।

পরের ওভারটা অবশ্য বাংলাদেশের পক্ষে আনেন তানজিদ তামিম। ১৮ রান নিয়ে আসেন ভিভিয়ানের ওভার থেকে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ি হয়নি, পরের ওভারের প্রথম বলে উইকেট বিলিয়ে আসেন লিটন। এঞ্জেলবার্থের দারুণ ক্যাচ হয়ে লিটন ফেরেন ১ রানে।

পরের কিছু সময় দেখেশুনে পাড়ি দিলেও পাওয়ার প্লের শেষ ওভারে আবারো বড় রান আসে। এবার জ্বলে উঠেন সাকিব আল হাসান। তানজিদ তামিমকে দর্শক বানিয়ে ১৯ রান আনেন ভেন বিকের ওভার থেকে। পাওয়ার প্লেতে আসে ৫৪ রান।

এরপর থেকে সাকিব-তামিম মিলে খেলছিলেন দেখেশুনেই। তবে ৮.৩ ওভারে ক্যাচ তোলে দিয়ে তামিম ফেরেন ৩২ বলে ৪৮ রানের জুটি ভেঙে। দারুণ শুরুর পরও শেষটা রাঙাতে পারলেন না তানজিদ তামিম। ইনিংস বড় করতে ব্যর্থ তিনি। ২৬ বলে ৩৫ রানেই থামতে হলো তাকে।

এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে সাকিব হাল ধরার চেষ্টা চালালেও জুটি বড় হয়নি। হৃদয় আজ আর ছন্দ ধরে রাখতে পারেননি, ফেরেন ১৫ বলে ৯ রানে।

তবে সাকিব এখনো আছেন ভরসা হয়ে ৩০ বলে ৪৩ রানে। বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৩ ওভার শেষে ৪ উইকেটে ৯৫ রান।


আরো সংবাদ



premium cement
সিরাতুন্নবী সা: মানবজাতির জন্য একটি বিশ্বজনীন বার্তা : ধর্ম উপদেষ্টা এখন দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নাসের রহমান খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী

সকল