বাঁচা-মরাই লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জুন ২০২৪, ২০:৩৭, আপডেট: ১৩ জুন ২০২৪, ২১:০৭
বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে তারা। সেন্ট ভিনসেন্টে টসে হেরে আগে ব্যাট করবে টাইগাররা। খেলা শুরু হয়েছে রাত পৌনে ৯টায়।
দুই দলের এই লড়াই মোটেও সাধারণ কোনো ম্যাচ নয়, সুপার এইট নিশ্চিত করতে এই ম্যাচে বাংলাদেশের অবশ্যই জয় চাই। একই সমীকরণ নেদারল্যান্ডসের জন্যেও। দক্ষিণ আফ্রিকা আগেই প্লে অফ নিশ্চিত করায় একটা শূন্যস্থান পূরণের জন্যে লড়াই করছে দুই দল।
বাংলাদেশের সুপার এইটে যাবার পথে গলার কাঁটা হয়ে আছে ডাচরা। এখন পর্যন্ত বিশ্বকাপে দুটো করে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। যেখানে একটা করে জয় উভয়ের। ফলে দুই দুই দলের সামনেই সুযোগ সুপার এইটে উঠার।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, জাকের আলি, তানজিদ তামিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা