১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আর্শদীপের রেকর্ড বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত

- ছবি : বাসস

বাঁ-হাতি পেসার আর্শদীপ সিংয়ের রেকর্ড বোলিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত।

বুধবার রাতে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারত ৭ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। বল হাতে ৪ ওভারে ৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আর্শদীপ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় বোলার হিসেবে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন আর্শদীপ।

এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার এইট নিশ্চিত করলো ভারত। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে যুক্তরাষ্ট্র। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারালেই সুপার এইটে খেলবে যুক্তরাষ্ট্র।

তবে, যুক্তরাষ্ট্র হেরে গেলে, পাকিস্তানের সুযোগ তৈরি হবে। তখন নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর সমীকরণ থাকবে পাকিস্তানের সামনে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আর্শদীপের করা প্রথম ওভারেই দুই উইকেট হারায় যুক্তরাষ্ট্র। ইনিংসের প্রথম বলে শায়ান জাহাঙ্গীরকে শূণ্য এবং এরপর আন্দ্রিস গাউসকে ২ রানে আউট করেন আর্শদীপ।

পাওয়ার প্লে শেষ হবার পর যুক্তরাষ্ট্রের মিডল অর্ডার ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেননি আর্শদীপ ও হার্ডিক পান্ডিয়া। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রানের মামুলি সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। দলের পক্ষে নীতিশ কুমার সর্বোচ্চ ২৭, স্টিভেন টেইলর ২৪ এবং কোরি এন্ডারসন ১৫ রান করেন।

ভারতের আর্শদীপ ৯ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন। পান্ডিয়া ১৪ রানে নেন ২ উইকেট।

জবাবে ইনিংসের দ্বিতীয় বলে যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ নেত্রাভালাকারের শিকার হয়ে গোল্ডেন ডাক মারেন ওপেনার বিরাট কোহলি। তৃতীয় ওভারে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ব্যক্তিগত ৩ রানে বিদায় দেন নেত্রাভালাকার।

১৫ রানে ২ উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন ঋসভ পান্থ ও সূর্যকুমার যাদব। ২৯ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ১৮ রান করে পেসার আলি খানের বলে বোল্ড হন পান্থ।

দলীয় ৪৪ রানে পান্থ ফেরার পর চতুর্থ উইকেটে ৬৫ বলে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১০ বল হাতে রেখে ভারতের জয় নিশ্চিত করেন সূর্য ও শিবম দুবে। একবার জীবন পেয়ে ২টি করে চার-ছক্কায় সূর্য ৪৯ বলে ৫০ এবং দুবে ৩১ রানে অপরাজিত থাকেন। যুক্তরাষ্ট্রের নেত্রাভালাকার ১৮ রানে দু’টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :
যুক্তরাষ্ট্র : ১১০/৮, ২০ ওভার (নীতিশ ২৭, টেইলর ২৪, আর্শদীপ ৪/৯)।

ভারত : ১১১/৩, ১৮.২ ওভার (সূর্যকুমার ৫০*, দুবে ৩১*, নেত্রাভালাকার ২/১৮)।

ফল : ভারত ৭ উইকেটে জয়ী।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মীপুরে ছাত্রহত্যায় অংশ নেয়া আ‘লীগ নেতা বিএনপির লং মার্চ : আগরতলা সীমান্তে সতকর্তা বাড়িয়েছে ভারত ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার : আসিফ মাহমুদ নারায়ণগঞ্জে দাফনের ৪ মাস পর লাশ উত্তোলন কক্সবাজারে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ইভাংকার শ্বশুরের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের সাফাই ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ৩ রাজনৈতিক পটপরিবর্তনে কোটিপতির অ্যাকাউন্টের সংখ্যা কমেছে : বাংলাদেশ ব্যাংক বাঁশখালীতে পুড়ে ছাই হলো ১২ পরিবারের বসতঘর তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়বে নায়িকা পূজা চেরির ছাত্রশিবিরে যোগ দেয়ার দাবি ভুয়া 

সকল