১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্বকাপ শেষ শ্রীলঙ্কার, সবার আগে শেষ আটে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপ শেষ শ্রীলঙ্কার, সবার আগে শেষ আটে দক্ষিণ আফ্রিকা - ছবি : সংগৃহীত

বিশ্বকাপ শেষ শ্রীলঙ্কার। বিদায়ঘণ্টা বেজে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। কাগজে-কলমে যদিও এখনো সম্ভাবনা রয়ে গেছে, তবে দেশে ফেরার বিমানের টিকিট কাটতে দ্বিতীয়বার ভাবতে হবে না দ্বীপ রাষ্ট্রটার। বড় দলগুলোর মাঝে সবার আগেই ফিরতে হচ্ছে তাদের।

বুধবার ভোরে ফ্লোরিডার লডারহিলে মুখোমুখি হবার কথা ছিল নেপাল ও শ্রীলঙ্কার। তবে এই ম্যাচে তাদের আর মাঠে নামা হয়নি। বৃষ্টির কারণে বল গড়ানো তো দূর, হয়নি টসও। অর্থাৎ এই ম্যাচে জেতেনি কেউ, আবার হারেওনি। পয়েন্ট হয়েছে ভাগাভাগি।

তাতেই পুড়েছে শ্রীলঙ্কার কপাল। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে হারের পর যেই নেপালের কাছে পাওয়া যেতো পূর্ণ পয়েন্ট, তাও হাতছাড়া হয়েছে তাদের। ৩ ম্যাচ শেষে শুধুই স্বান্তনার ১ পয়েন্ট শ্রীলঙ্কার। যদিও আরো একটা ম্যাচ বাকি আছে নেদারল্যান্ডসের বিপক্ষে, বলা যায় সেটা কেবল আনুষ্ঠানিকতার।

শ্রীলঙ্কার কপাল পুড়লেও দক্ষিণ আফ্রিকার জন্য এই ফলাফল বেশ আনন্দের। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার এইট নিশ্চিত হয়ে গিয়েছে এইডেন মার্করামের দলের। প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সেরা আটে উঠেছে তারা।

তবে দ্বিতীয় দল হিসেবে কারা যাবে সুপার এইটে তা নিয়ে বেশ প্রতিদ্বন্দ্বিতা বাড়লো বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মাঝে। দুই দলই দুটি করে ম্যাচ খেলে একটিতে জিতেছে। পয়েন্টে সমান দুই দলের। ফলে দুই দলের মুখোমুখি দেখায় যারা জিতবে তারাই সুপার এইটের লড়াইয়ে এগিয়ে যাবে।

 


আরো সংবাদ



premium cement