এক পরিবর্তন নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জুন ২০২৪, ২০:১৯, আপডেট: ১০ জুন ২০২৪, ২০:৪৪
প্রোটিয়া বধ মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। ক্রিকেটের প্রথম অস্থায়ী ভেন্যু নিউইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে গড়িয়েছে দুই দলের লড়াই। যেখানে টসে জিতে আগে ব্যাট করবে দক্ষিণ আফ্রিকা। খেলা শুরু সাড়ে ৮টায়।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানো পর এবার প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা অবশ্য খেলতে নেমেছে আসরে নিজেদের তৃতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়েছে তারা।
বাংলাদেশ মাঠে নেমেছে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারানোর লক্ষ্যে। যাদের বিপক্ষে এর আগে আটটি টি-টোয়েন্টিতে খেলেও কোনো জয়ের রেকর্ড নেই টাইগারদের।
জয়ের লক্ষ্যে মাঠে নামা বাংলাদেশ একাদশে এনেছে এক পরিবর্তন। জাকের আলি অনিক ফিরেছেন সৌম্য সরকারের জায়গায়। আলোচনায় থাকলেও ফেরা হয়নি শরিফুলের।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, জাকের আলি, তানজিদ তামিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা