পাকিস্তানি পেসে ধসে গেল ভারতের ইনিংস
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জুন ২০২৪, ২৩:৪৪, আপডেট: ১০ জুন ২০২৪, ০৩:১৭
পাকিস্তানি পেসের সাথে পেরে উঠলো না ভারত। যেই ব্যাটিং নিয়ে তাদের এতো অহমিকা, তা চূর্ণ-বিচূর্ণ করে দেন নাসিম-আমিররা। মাথা তুলে দাঁড়াতেই দেননি ভারতীয় ব্যাটারদের। গুটিয়ে দিয়েছেন নির্ধারিত ওভার শেষ হবার আগেই।
নিউইয়র্কে রোববার রুদ্ধশ্বাস ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে যেখানে টসে হেরে আগে ব্যাট করে ভারত। তবে ১৯ ওভারে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় ব্লু জার্সিধারীরা। ফলে জয়ের জন্য সহজ লক্ষ্যই পেল পাকিস্তান।
ভারতের হয়ে এদিন বলার মতো রান পেয়েছেন কেবল রিশাভ পান্ত। তবে তিনিও ছিলেন না সাবলীল, ৩১ বলে ৪২ রান তুলতেই জীবন পেয়েছেন চার-চারবার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে অক্ষর প্যাটেলের ব্যাট থেকে। এছাড়া কেবল দুই অংক স্পর্শ করেন রোহিত শর্মা, ১৩।
ভারতকে একদম শুরু থেকেই চেপে ধরে পাকিস্তান। দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেয়ে যায় তারা। পাকিস্তান সমর্থকদের উদযাপনের উপলক্ষ এনে দেন নাসিম শাহ, ফেরান বিরাট কোহলিকে। অফ স্ট্যাম্পের বাহিরের বল কাট করতে গিয়ে উসমান খানকে ক্যাচ দেন কোহলি। আউট হন ৩ বলে মাত্র ৪ রানে।
সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের চাপে পড়ে যায় ভারত। পরের ওভারে বল হাতে এসেই আঘাত আনেন শাহিন আফ্রিদি। এবার ভারতীয় অধিনায়ককে ফাঁদে ফেলেন তিনি। ১২ বলে ১৩ রান করেন রোহিত। ২.৪ ওভারে মাত্র ১৯ রানে জোড়া উইকেট হারায় পাকিস্তান।
সেখান থেকে রিশাভ ধরেন হাল। তবে শুরুতে খানিকটা নড়বড়ে ছিলেন তিনি। বারবার করেছেন মিস টাইমিং, তবে ভাগ্যবান ছিলেন বটে। জীবন পেয়েছেন চার-চারবার। তবে অক্ষর প্যাটেলকে নিয়ে পাওয়ার প্লেতে অর্ধশতক রান এনে দেন তিনিই।
এই জুটিতে আসে ৩০ বলে ৩৯ রান। অক্ষর ফেরেন নাসিমের দ্বিতীয় শিকার হয়ে ১৮ বলে ২০ রানে। তবে এরপর সূর্য কুমারকে নিয়ে ইনিংস গুছিয়ে আনার চেষ্টা চালান পান্ত। তবে সূর্য এদিন তার রুদ্ররূপ ধরতে পারেনি, থিতু হবার আগেই ফেরেন ৮ বলে ৭ রানে।
এরপর ভারতের ইনিংসের লেজ বের করে আনেন আমির। পরপর দুই বলে জোড়া উইকেট তুলে নেন তিনি। ফেরান থিতু হয়ে যাওয়া রিশাভ পান্ত ও রাবিন্দ্র জাদেযাকে। ৩১ বলে ৪২ করে বাবরকে ক্যাচ দিয়ে ফেরেন রিশাভ। জাদেযা ফেরেন গোল্ডেন ডাক মেরে।
হ্যাটট্রিকের সম্ভাবনা দেখা দিলেও তা হয়নি, তবে এক শ’র আগে ৭ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ভারত বাহিনী। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৯৭/৭। তখনও অবশ্য ভরসা হয়ে মাঠে ছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু জ্বলে উঠতে পারেননি এই ভারতীয়।
১৭.৪ ওভারে ১২ বলে মাত্র ৭ করে শিকার হন হারিসের, পরের বলে হারিস ফেরান জাসপ্রিত বুমরাহকেও। এরপর ১৯তম ওভারে শেষ বলে আর্শদ্বীপ রান আউট হলে শেষ হয় ভারতের ইনিংস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা