শুরুর ধাক্কা কাটিয়ে ম্যাচে ফিরছে ভারত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জুন ২০২৪, ২২:৫৯, আপডেট: ০৯ জুন ২০২৪, ২৩:২৩
শুরুতেই জোড়া উইকেট হারালেও সময়ের সাথে সাথে লড়াইয়ে ফিরছে ভারত। দলীয় ইনিংসটাকে টানছেন রিশাভ পান্ত। ১১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৯। রিশাভ পান্ত ২৭ বলে ৪০ ও সূর্য ব্যাট করছেন ৭ রানে।
নিউইয়র্কে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম তিন ওভারে মাত্র ১৯ রান তুলতেই হারায় জোড়া উইকেট। ফেরেন দলের দুই ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মা।
দ্বিতীয় ওভারেই পাকিস্তান সমর্থকদের এনে দেন উদযাপনের উপলক্ষ। নাসিম শাহ ফেরান বিরাট কোহলিকে। অফ স্ট্যাম্পের বাহিরের বল কাট করতে গিয়ে উসমান খানকে ক্যাচ দেন কোহলি। আউট হন ৩ বলে ৪ রানে।
পরের ওভারে আঘাত আনেন শাহিন আফ্রিদি। এবার ভারতীয় অধিনায়ককে ফাঁদে ফেলেন তিনি। ১২ বলে ১৩ রান করেন রোহিত। ২.৪ ওভারে মাত্র ১৯ রানে জোড়া উইকেট হারায় পাকিস্তান।
সেখান থেলে রিশাভ ধরেন হাল। তবে শুরুতে খানিকটা নড়বড়ে ছিলেন তিনি। বারবার করেছেন মিস টাইমিং, তবে ভাগ্যবান ছিলেন বটে। জীবন পেয়েছেন চার-চারবার। তবে অক্ষর প্যাটেলকে নিয়ে পাওতার প্লেতে অর্ধশতক রান এনে দেন তিনিই।
এই জুটিতে আসে ৩০ বলে ৩৯ রান। অক্ষর ফেরেন নাসিমের দ্বিতীয় শিকার হয়ে ১৮ বলে ২০ রানে। তবে এরপর সূর্য কুমারকে নিয়ে ইনিংস গুছিয়ে আনছেন পান্ত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা