১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারত-পাকিস্তান ম্যাচে জমে উঠতে পারে যে ৩টি লড়াই

দুই দলের অধিনায়ক - ফাইল ছবি।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আগ্রহ তুঙ্গে। শেষ কয়েকটি প্রতিযোগিতায় বারবার মুখোমুখি হয়েছে এই দুই দল। দ্বিপক্ষীয় সফর বন্ধ। কিন্তু প্রতি বছরই কোনো না কোনো প্রতিযোগিতায় খেলা হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। রোববার সেই ম্যাচে নজর থাকবে বেশ কিছু লড়াইয়ের দিকে।

বিরাট কোহলি বনাম মোহম্মদ আমির
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত বিরাটকে আউট করতে পারেননি আমির। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এখন পর্যন্ত বিরাটকে দু’বার আউট করেছেন তিনি। দু’বারই এক দিনের ক্রিকেটে। একবার ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে। সেবার আমির একাই শেষ করে দিয়েছিলেন ভারতীয় দলকে। আর একবার ২০১৯ সালে এক দিনের বিশ্বকাপে বিরাটের উইকেট নেন আমির। আর আমিরের বিরুদ্ধে খেলা ৬০ বলে বিরাট করেছেন মাত্র ৫৬ রান। মেরেছেন সাতটি চার। আমিরকে কখনো ছক্কা মারতে পারেননি বিরাট। রোববার তাই বাঁহাতি অভিজ্ঞ পেসার আমিরের সাথে বিরাটের লড়াই নিয়ে আগ্রহ থাকবে।

রোহিত শর্মা বনাম শাহিন শাহ আফ্রিদি
বাঁহাতি পেসারদের বিরুদ্ধে দুর্বলতা রয়েছে ভারত অধিনায়কের। আর উল্টো দিকের বোলারটির নাম যদি হয় শাহিন শাহ আফ্রিদি, তাহলে ভারতীয় সমর্থকদের চিন্তা তো হবেই। এখন পর্যন্ত সব ধরনের ক্রিকেট মিলিয়ে রোহিত এবং আফ্রিদি মুখোমুখি হয়েছেন ছয়বার। এর মধ্যে তিনবার রোহিতকে আউট করেছেন আফ্রিদি। পাকিস্তানি পেসারের বিরুদ্ধে এখন পর্যন্ত ৬২টি বল খেলেছেন রোহিত। করেছেন ৫২ রান। পাঁচটি চার এবং তিনটি ছক্কা মেরেছেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার পরিসংখ্যান নিজের দিকে ঘোরাতে চাইবেন রোহিত।

যশপ্রীত বুমরা বনাম বাবর আজম
ভারতের অন্যতম সেরা পেসার বুমরা। কিন্তু আজ পর্যন্ত বাবরকে আউট করতে পারেননি তিনি। বুমরার বিরুদ্ধে বাবর খেলেছেন ৪৯টি বল। পাকিস্তানি অধিনায়ক করেছেন ৩৫ রান। মেরেছেন চারটি চার। বুমরার বিরুদ্ধে রান খুব বেশি না করতে পারলেও উইকেট দেননি বাবর। রোববার সেই উইকেটটিই নিতে চাইবেন বুমরা। কারণ পাকিস্তানি অধিনায়কের ব্যাট চললে পাকিস্তান বড় রান তুলতেই পারে। সেটাই আটকাতে চাইবেন ফর্মে থাকা ভারতীয় পেসার।


আরো সংবাদ



premium cement