১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আফ্রিদি-দিলশানকে টপকে আরো ১টি বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে সৌম্য

আফ্রিদি-দিলশানকে টপকে আরো ১টি বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে সৌম্য - ছবি : সংগৃহীত

শনিবার বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলল বাংলাদেশ। এদিন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে পেছনে ফেলে লজ্জার একটি বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশী ওপেনার সৌম্য সরকার। তবে এখানেই শেষ নয়; তিনি এখন অপেক্ষা করছেন ক্রিকেটের আরো দুই তারকাকে পেছনে ফেলে আরো একটি বিশ্বরেকর্ড গড়ার। তারা হলেন- শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তিলকরত্নে দিলশান ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি ডাকের রেকর্ড এই দুজনের। ৩৫ ও ৩২ ইনিংসে ব্যাট করে পাঁচবার করে শূন্য হাতে ফিরেছেন দিলশান ও আফ্রিদি। শনিবার বিশ্বকাপে নিজের চতুর্থ ডাকের দেখা পেয়েছেন সৌম্য। মানে আর একটি ডাক করলেই তিনি ছুঁয়ে ফেলবেন আফ্রিদি ও দিলশানকে। তবে এক্ষেত্রে সৌম্যের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আয়ারল্যান্ডের জর্জ ডকরেল ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের সাথে।

আর শনিবারের রেকর্ডটা অবশ্য এককভাবে শুধু সৌমের নয়, তার সঙ্গী আয়ারল্যান্ডের পল স্টার্লিং। একসময় রেকর্ডটা সৌম্যের থাকলেও ২০২২ সালের ১৭ অক্টোবর শূন্য পাওয়ায় সৌম্যকে ছাড়িয়ে গিয়েছিলেন আইরিশ ওপেনার। এরপর থেকে দুজনের মধ্যে ইঁদুর-বেড়াল লড়াই চলছিল। স্টার্লিং এক ধাপ এগোন তো সৌম্য তাকে ছুঁয়ে ফেলেন।

তবে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪ ইনিংসে দ্বিতীয় শূন্যে স্টার্লিংকে আবার ছুঁয়ে ফেলেছেন বাংলাদেশী ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন দুজনেরই ১৩টি শূন্য। তবে স্টার্লিং যেখানে ২০০৯ সালে ক্যারিয়ার শুরু করেছেন, সেখানে ছয় বছর কম খেলেই তাকে ধরে ফেলেছেন সৌম্য। শুরুটা অভিষেকেই, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় শূন্য রানে আউট হওয়া সৌম্য আজ পেয়ে গেলেন ১৩তম শূন্য।

ডাক-এ স্টার্লিংকে এখনো ছাড়িয়ে যেতে না পারলেও অন্য একদিক থেকে ঠিকই এগিয়ে সৌম্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো ১৪০০ রান করতে না পারলেও দেখতে দেখতে ৮৪ ম্যাচ খেলে ফেলেছেন সৌম্য। এর মধ্যে শুধু এক ইনিংসে ব্যাট করেননি। অর্থাৎ ৮৩ ইনিংসেই ১৩ বার শূন্য রানে ফিরেছেন সৌম্য।

এর মানে প্রতি ১৩ ইনিংসে অন্তত দুবার শূন্য রানে আউট হন সৌম্য। ওদিকে পল স্টার্লিং প্রতি ১১ ইনিংসে একবার আউট হন শূন্য রানে। গত যুক্তরাষ্ট্র সিরিজেই সৌম্য আরো তিনজনের পাশে। ভারতের রোহিত শর্মা ও কেভিন ও’ ব্রায়ানের আছে ১২টি শূন্য। তাদের সাথে থাকা অন্য নামটি একটু অপরিচিত, কাবারে ইরাকোসে। রুয়ান্ডার এই ২৪ বছর বয়সী অফ স্পিনার মাত্র ৫৫ ইনিংসে ব্যাট করে ১২ বার শূন্য রানে আউট হয়েছেন।

নিয়মিত বিরতিতে শূন্য পাওয়ায় তাকেও টপকে গেছেন তার স্বদেশী জেপি বাইমেনিয়েইমানা। এই ডানহাতি পেসার ৪৭ ইনিংসের ১১টিতেই ফিরেছেন শূন্য হাতে। তবে ধারাবাহিকতায় সবাইকে লজ্জা দিচ্ছেন ঘানার ডেনিয়েল আনেফি।

এই অলরাউন্ডার চার বছরের ক্যারিয়ারে ২৮ ইনিংসে ব্যাট করেছেন আর তাতেই তার ১১টি ডাক। অর্থাৎ প্রতি ৫ ম্যাচেই দুবার ডাক নিয়ে ফিরেন তিনি।

তবে ডাকের এই তালিকায় রোহিত শর্মা ও স্টার্লিং ছাড়া কেউই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন না। সেদিক থেকে আরেকটি রেকর্ড হাতছানি দিচ্ছে সৌম্যকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি ডাকের রেকর্ডও গড়ার সুযোগ আছে তার সামনে।

 


আরো সংবাদ



premium cement