১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ৫ বিষয়ে চিন্তিত ভারত!

ভারতীয় দল - ফাইল ছবি।

আগামীকাল রোববার পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে তারা। পাকিস্তান হেরেছে আমেরিকার কাছে। হাইভোল্টেজ ম্যাচে নামার আগে রোহিত শর্মারা চিন্তিত ৫টি বিষয়ে। যে কারণে ঝামেলায় পড়তে হতে পারে ভারতীয় দলকে। সে পাঁচটি সমস্যা তুলে ধরা হলো-

খারাপ মাঠ
নিউইয়র্কের আইজেনহাওয়ার পার্কের পড়ে থাকা সবুজ জমিকে রাতারাতি স্টেডিয়াম বানিয়ে তোলা হয়েছে। মাত্র চার মাস আগে থেকে শুরু হয়েছিল স্টেডিয়াম তৈরির কাজ। কোনো মতে তা শেষ করা হয়েছে। প্রতিযোগিতা শেষ হলেই স্টেডিয়াম হয়তো ভেঙে ফেলা হবে। এই অবস্থায় সেই স্টেডিয়াম যে আন্তর্জাতিক মানের হবে তা আশা করাই ভুল। সেটাই হয়েছে। নাসাউ কাউন্টির আউটফিল্ডের নিচে রয়েছে বালি। ফলে তা খুবই মন্থর। দৌড়াতে গেলে পায়ে টান ধরে চোট লাগতে পারে। আউটফিল্ডে স্যাঁতসেঁতে ভাব রয়েছে। বৃষ্টি হলে পানি বের করা কঠিন। বোর্ডের একটি ভিডিওতে আউটফিল্ড ও পিচ সম্পর্কে ভারতের কোচ দ্রাবিড় বলেছিলেন, মাঠটা এখনো বেশ নরম। তাই খেলোয়াড়দের হ্যামস্ট্রিং এবং কাফ মাস্‌লে চাপ পড়তে পারে। আমাদের এটা নিয়ে আলাদা করে কাজ করতে হবে। খেলোয়াড়েরা যাতে নিজেদের খেয়াল রাখে, সেটা দেখা আমাদের দায়িত্ব। পিচ দেখেও বেশ স্যাঁতসেঁতে মনে হয়েছে।

ড্রপ-ইন পিচ
যেকোনো ক্রিকেটেই ড্রপ-ইন পিচ বেশ সমস্যার। অস্ট্রেলিয়ায় এই জিনিস হামেশাই দেখা যায়। সে দেশের প্রায় প্রতিটি মাঠেই ড্রপ-ইন পিচ। কিন্তু অস্ট্রেলিয়ায় যেভাবে পিচের রক্ষণাবেক্ষণ করা হয় তা আমেরিকাতে আশা করা যায় না। প্রতিযোগিতা শুরুর কয়েক মাস আগে থেকে অস্ট্রেলিয়ার কিউরেটর এনে তৈরি করা হয়েছে ড্রপ-ইন পিচ। প্রথম কয়েক দিনেই সেই পিচ খলনায়ক। প্রায় প্রতিটি দলই অভিযোগ করেছে। সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়েছেন, পিচের সাথে আউটফিল্ডের সংযোগস্থল যেখানে, সেটি বিপজ্জনকভাবে উঁচু হয়ে রয়েছে। সেখান দিয়ে দৌড়ানো কঠিন। বল পিচে পড়ে মন্থর হয়ে যাচ্ছে। টি-টোয়েন্টির মতো মারকুটে শট খেলা সম্ভবই হচ্ছে না।

আইপিএলের ক্লান্তি
টানা দুই মাস আইপিএল খেলে আমেরিকায় গিয়েছেন রোহিতরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেভাবে পরীক্ষার মুখে পড়তে হয়নি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের সেরাটা না দিলে জেতা অসম্ভব। যতই পাকিস্তান আমেরিকার কাছে হেরে যাক। ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব সব সময়ই বেশি। আমেরিকার কাছে হারার পর পাকিস্তানের ক্রিকেটারেরা আরো বেশি তেতে থাকবেন। দুই মাস টি-টোয়েন্টি খেলার ক্লান্তি ভারতীয় ক্রিকেটারদের ওপরে প্রভাব ফেলে কিনা, সেটাই দেখার।

সকালে ম্যাচ
অতীতে কবে ভারত সাতসকালে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে তা কেউই মনে করতে পারছেন না। টি-টোয়েন্টি বিনোদনমূলক খেলা। রঙিন জার্সি আলোর নিচে আরো জ্বলজ্বলে হয়ে ওঠে। ভারতীয় সমর্থকদের কথা মাথায় রেখে সাতসকালে রোহিতদের খেলতে নামানো হচ্ছে। সাধারণত টেস্ট ক্রিকেট যে সময় শুরু হয় তখন নামতে হচ্ছে টি-টোয়েন্টি খেলতে। দিনের আলোয় সাদা বল দেখাতেও সমস্যা হতে পারে। এই চ্যালেঞ্জও পাকিস্তান ম্যাচে সামলাতে হবে রোহিতদের।

খারাপ পরিষেবা
আমেরিকায় ক্রিকেটীয় পরিষেবা প্রায় নেই-ই। ফলে বিশ্বকাপে যেরকম সুযোগ-সুবিধা পেয়ে রোহিতরা অভ্যস্ত, তা হচ্ছে না। অনুশীলন করতে যেতে হচ্ছে দেড় ঘণ্টা দূরের একটি পার্কে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাকি দু’টি ম্যাচ খেলবে ভারত। স্টেডিয়ামের কাছেই হোটেলে রয়েছে দল। কিন্তু অনুশীলন করতে প্রায় ৫ মাইল দূরে কান্টিয়াজ পার্কে যেতে হচ্ছে রোহিতদের। আমেরিকায় মাঠের সংখ্যা কম। প্রতি দিনই খেলা থাকায় সেখানে অনুশীলন সম্ভব নয়। তাই বিভিন্ন পার্কে অনুশীলনের বন্দোবস্ত করা হয়েছে। তেমনই এই পার্ক। এই প্রসঙ্গে সাংবাদিকদের ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, পার্কে অনুশীলন করতে হচ্ছে বলে সত্যিই একটু অবাক হচ্ছি। অবশ্য মজাও হচ্ছে। দেশে তো আর এই ঘটনা ঘটে না। বিশ্বকাপেও বড় বড় স্টেডিয়াম থাকে। সেখানেই অনুশীলন হয়। কিন্তু এখানে পরিস্থিতি আলাদা। পার্কেই অনুশীলন করছি আমরা। সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement
২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার সোমবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা পদমর্যাদা ও আর্থিক সুবিধা পাবেন দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধু নিহত মদিনা রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ৩ ভারতের বিভিন্ন মসজিদে সমীক্ষা নিয়ে মোদিকে তুলোধুনো ওয়াইসির

সকল