১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস কানাডার

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস কানাডার - ছবি : সংগৃহীত

ইতিহাস গড়ল কানাডা। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলত এসেই পেয়ে গেল বহুল কাঙ্ক্ষিত জয়ের দেখা। রুদ্ধশ্বাস ম্যাচে ঠান্ডা মাথায় হারিয়ে দিয়েছে আইরিশদের৷ টেস্ট খেলুড়ে দেশটিকে হারিয়েছে ১২ রানে।

শুক্রবার রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় আয়ারল্যান্ড ও কানাডা। যেখানে টসে জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৭ রান তুলে কানাডা। জবাবে সমান ৭ উইকেট হারিয়ে ১২৫ রান পর্যন্ত তুলতে পারে আয়ারল্যান্ড।

বিশ্বকাপে প্রথম হলেও আইরিশদের হারানো কানাডার কাছে নতুন কিছু নয়, এর আগেও আয়ারল্যান্ডকে দুই দু'বার টি-টোয়েন্টিতে হারিয়েছে তারা। কানাডার এই জয়ে এবারে বিশ্বকাপে নতুন আসা তিন দলই পেয়ে গেল জয়ের দেখা। যুক্তরাষ্ট্র আর উগান্ডা জয়ের স্বাদ পেয়েছিল আগেই।

কানাডা ও আয়ারল্যান্ড উভয় দলই হার দিয়ে শুরু করেছিল বিশ্বকাপ। আইরিশরা হেরে যায় ভারতের কাছে, কানাডার হার ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ফলে দুই দলের সামনেই ছিল আসরে প্রথম জয়ের সুযোগ। যা কাজে লাগাল কানাডা। বিপরীতে জোড়া হারে আসর থেকে অনেকটাই ছিটকে গেল আয়ারল্যান্ড।

অবশ্য ব্যাটিংয়ে অবিশ্বাস্য কিছু কর‍তে পারেনি কানাডাও। ৫৪ রানেই কানাডার ৪ উইকেট তুলে নেয় পল স্টার্লিংয়ের দল। পারগত সিং ১৮, অ্যারন জনসন ১৪, নাভনিত ধালিওয়াল ৬ ও দিলপ্রিত বাজওয়া ৭ রান করেন। তবে শুরুর ধাক্কা সামলে নিয়ে কানাডাকে পথে আনেন নিকোলাস কার্টন ও শ্রেয়াস মোভা।

দুজন মিলে যোগ করেন ৬৩ বলে ৭৫ রান। কার্টন ৩৫ বলে ৪৯ রান করেছেন, মোভার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩৭ রান। আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ইয়ং ও ম্যাককার্থি। ১টি করে উইকেট পান অ্যাডায়ার ও ডেলানি।

জবাবে শুরু থেকেই ধুঁকতে শুরু করে আইরিশরাও। বিনা উইকেটে ২৬ রান থেলে ১২.৩ ওভারে ৫৯ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। তাদের মাঝে অ্যান্ড্রু বালবার্নি ১৭ ও লরকান টাকার (১০) কেবল দুই অংকের ঘরে পৌঁছান।

তবে সপ্তম উইকেটে হাল ধরেন জর্জ ডকরেল ও মার্ক অ্যাডায়ার। কিন্তু ততক্ষণে ম্যাচ কঠিণ হয়ে গেছে আইরিশদের জন্যে। তবুও দু'জনে চেষ্টা চালান। একটা সময় জয়ের জন্য আয়ারল্যান্ডের শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। তবে তারা ওই সমীকরণ মেলাতে পারেনি।।

শেষ ওভারে এল মাত্র ৪ রান। সেই সাথে হারায় অ্যাডায়ারের উইকেটও, ২৪ বলে ৩৪ করে ফেরেন তিনি। তবে ডকরেল অপরাজিত ছিলেন ২৩ বলে ৩০ রানে৷ গর্ডন ও হেইলিগার নেন জোড়া উইকেট।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন

সকল