১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নতুন এক বাংলাদেশ দেখার অপেক্ষায়

নতুন এক বাংলাদেশ দেখার অপেক্ষায় - ছবি : সংগৃহীত

সাধ আর সাধ্যের মাঝে বিস্তর ফারাক থাকলেও বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশার কমতি ছিলো না কোনো কালেই। প্রতি আসরের আগেই একটা ‘যদি-কিন্তুর’ আশায় বুক বাঁধে সমর্থকেরা। সান্ত্বনা পায় এই ভেবে যে, ক্রিকেট যেখানে অনিশ্চয়তার খেলা, সেখানে স্বপ্ন দেখতে দোষ কোথায়?

বরাবরের মতো প্রত্যাশার পাহাড় নিয়ে আরো একবার বিশ্ব আসরে বাংলাদেশ। রাত পোহালেই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ২ জুন উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ালেও বাংলাদেশ প্রথমবার মাঠে নামছে ৬ দিন পরে, ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে ২০টি দল। যাদের ভাগ করা হয়েছে চারটি ভাগে। টাইগাররা আছে গ্রুপ অফ ডেথ খ্যাত ‘ডি’ তে। যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।

এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সাথে আয়োজক হিসেবে আছে যুক্তরাষ্ট্রও। ফলে বাংলাদেশ দল প্রায় তিন সপ্তাহ যাবত অবস্থান করছে মার্কিন মুলুকে। যেখানে তিন ম্যাচের একটা টি-টোয়েন্টি সিরিজও খেলেছে তারা স্বাগতিকদের বিপক্ষে। যার স্মৃতি অবশ্য ভালো নয়, সাকিবরা সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে।

অনুপ্রেরণার উৎস হতে পারতো প্রস্তুতি ম্যাচগুলো। তবে প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাবার পর দ্বিতীয় ম্যাচটাও জমে উঠেনি আর, ভারতের কাছে হেরে যায় বড় ব্যবধানে। সব মিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। বেশ চাপে আছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও অর্জনের খাতা শূন্য বাংলাদেশের, সমৃদ্ধ নয় ইতিহাস। আগের আট আসরের সবগুলোতে অংশ নিলেও অনুপ্রেরণা কেবল প্রথম আসরের ওয়েস্ট ইন্ডিজ বধ। তারপর থেকে বিশ্বকাপের মূলপর্বে জয় পেতে অপেক্ষা করতে হয়েছে গুণে গুণে ১৫ বছর।

গত বিশ্বকাপে নেদারল্যান্ডস আর জিম্বাবুয়েকে হারিয়ে পরিসংখ্যানে খানিকটা ফিরেছে রঙ। বাকি জায়গা জুড়ে শুধুই হতাশা আর ব্যর্থতার গল্প। যেখানে প্রথম আসরে খেলা বাকি নয় দল একবার হলেও খেলেছে সেমিফাইনাল, সেখানে টাইগাররা আছে সবার তলানিতে।

সব আসর মিলিয়ে বিশ্বকাপে মোট ৩৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ জিতেছে মাত্র নয়টি ম্যাচে। যার অধিকাংশই গ্রুপ পর্বে, মূল পর্বে জয় মাত্র তিনটি। বিপরীতে হারের দিক থেকে সবার ওপরে টাইগাররা, হেরেছে ২৮ ম্যাচে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আর কোনো দল অন্তত ২০ বা এর চেয়ে বেশি ম্যাচে হারেনি। আর সব মিলিয়ে বিশ্বকাপে অন্তত ১০ ম্যাচ খেলা ১৫ দলের মধ্যে জয়ের হারে বাংলাদেশের অবস্থান সবার নিচে।

তবে এবার দৃশ্যটা বদলাতে চায় টাইগাররা, লিখতে চায় নতুন গল্প। চোখেমুখে এবার ভিন্ন কিছুর স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ পূরণে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। নতুন লক্ষ্যে, নতুন স্বপ্ন বুকে নতুন আরো একটা বিশ্বকাপ শুরু করছে টাইগাররা।

২০২৪ বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামছে নাজমুল হোসেন শান্তের দল। শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ক্রিকেটের তীর্থস্থান টেক্সাসের গ্রান্ড স্টেডিয়ামে আতিথ্য নেবে তারা। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।

এবারের বিশ্বকাপে অনেক কিছু তো বদলে গেছে, এসেছে নতুনত্ব। তেমনি করে বদলে যাক বাংলাদেশও, লিখুক নতুন গল্প। লঙ্কা বধ করেই যার শুরুটা করতে চায় টাইগাররা।

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল