১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানকে অল্পতেই বেঁধে ফেললো যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে অল্পতেই বেঁধে ফেললো যুক্তরাষ্ট্র - ছবি : সংগৃহীত

পাকিস্তানকে ছেড়ে কথা বললো না যুক্তরাষ্ট্র৷ রীতিমতো নাচিয়ে ছেড়েছে বাবর-রিজওয়ানদের। দাঁড়াতেই দেয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের, চোখে চোখ রেখেই কথা বলেছেন নশতুষ-আলি খানরা। যদিও শাদাব-শাহিনের কল্যাণে মান বাঁচিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরিতে মুখোমুখি হয় পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। যেখানে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠায় স্বাগতিকেরা। তবে সুযোগটা কাজে লাগাতে পারেনি পাকিস্তান। কোনোরকমে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে তারা।

ব্যাট করতে নেমে শুরুতেই হুড়মুড় করে ভেঙে যায় পাকিদের টপ অর্ডার। পাওয়ার প্লেতে মাত্র ৩০ রান তুলতেই ৩ উইকেট হারায়। মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে যার শুরুটা করেন নেত্রভালকার, তবে এই উইকেটে বড় অবদান স্টিভেন টেলরের। স্লিপে দারুণ ক্যাচ নেন তিনি।

রিজওয়ান ৮ বলে ৯ রানে ফেরার পর দ্রুত ফেরেন উসমান খানও, নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে ৩ রানের বেশি কর‍তে পারেননি তিনি। এরপর আলি খান ফেরান ফখর জামানকে, ৭ বলে ১১ রান করেন এই ব্যাটার। ৪.৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।

মার্কিন বোলারদের সামনে যখন দিশেহারা পাকিস্তান, তখন পাঁচ নম্বরে ব্যাটিং করতে আসেন শাদাব খান। বিপর্যয় সামলে নিয়ে দলকে বড় সংগ্রহের ভিতও গড়ে দেন তিনি। অধিনায়ক বাবরের সাথে চতুর্থ উইকেটে গড়েন ৭২ রানের জুটি। তবে ২৫ বলে ৪০ রান করে থামতে হয় শাদাবকে।

শাদাব আউট হওয়ার পরের বলেই আউট হন আজম খান। পরপর দুই বলে ২ উইকেট পান কেনজিগে। দলীয় ৯৮ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। শাদাব-বাবর মিলে যেভাবে রানের গতি বাড়াচ্ছিলেন, সেটাও কমে যায় হুট করেই। ফলে চাপ বাড়ে পাকিস্তানের ওপর।

সেই চাপ সামলে উঠতে পারেননি বাবর আজম, পাক অধিনায়ক ফেরেন ৪৩ বলে ৪৪ রান করে। দলের সংগ্রহ তখন ১২৫ রান। দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত খেলে আসতে পারেননি ইফতিখারও। ১৯তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১৮ রানে আউট হন তিনি।

তবে শেষদিকে শাহিন আফ্রিদি ব্যাট হাতে ঝড় তোললে দেড় শ’ পাড়ি দেয় পাকিস্তান। ১৬ বলের বিধ্বংসী ইনিংসে ২৩ রান করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের হয়ে নশতুষ ৩ ও নেত্রভালকার নেন ২ উইকেট। ১টা করে নেন আলি খান ও জীতেন্দ্র সিং।

 


আরো সংবাদ



premium cement
আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস আলম রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে চলবে বিআরটিসির এসি বাস সার্ভিস জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি

সকল