‘বিশ্বকাপ জেতা ভাবনায় নেই, ভালো খেলার চেষ্টা করবে ভারত’
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুন ২০২৪, ১৯:০১, আপডেট: ০৪ জুন ২০২৪, ১৯:০৫
সাধারণত বিশ্বকাপে খেলা প্রতিটি দলই বলে জেতার লক্ষ্য নিয়ে নেমেছে তারা। কিন্তু ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের মুখে শোনা গেল অন্য কথা। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে দ্রাবিড় জানিয়ে দিলেন, বিশ্বকাপ জেতার কথা ভাবছেনই না তারা।
আইসিসির প্রতিটি প্রতিযোগিতায়ই ফেভারিট থাকে ভারত। এবারো ভারতীয় সমর্থকদের আশা, রোহিত শর্মা-বিরাট কোহলিরা ট্রফি জিতবেন। কিন্তু দ্রাবিড় অন্যভাবে ভাবছেন।
ভারতীয় দলের প্রস্তুতি শেষে তিনি বলেন, আমরা প্রতিযোগিতা শুরুর আগে বিশ্বকাপ জেতার কথা ভাবছিই না। কাছাকাছি পৌঁছলে তখন ভাবব। কারণ, আগে সেই জায়গায় পৌঁছতে হবে। তাই আপাতত একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছি আমরা।’
২০১৩ সালের পর আর কোনো আইসিসি ট্রফি জেতেনি ভারত। দ্রাবিড়ের মতে, শেষ মুহূর্তে দল হোঁচট খেলেও সার্বিকভাবে খারাপ খেলেছে তা বলা যাবে না।
তিনি বলেন, ‘সত্যি বলতে, এইসব প্রতিযোগিতায় আমরা যথেষ্ট ভালো খেলেছি। ধারাবাহিকভাবে খেলেছি। গত বছর এক দিনের বিশ্বকাপেও টানা ১০টা ম্যাচ জিতেছি। তার থেকেই আমাদের ধারাবাহিকতা প্রমাণিত হয়।’
তাহলে কেন শেষ মুহূর্তে গিয়ে বার বার ট্রফি হাতছাড়া হয়েছে? জবাবে দ্রাবিড় বলেন, ‘হ্যাঁ, শেষ মুহূর্তে গিয়ে আমরা হয়তো জিততে পারিনি। চাপের মুখে ভুল করেছি। এটাই ক্রিকেট। আগে পারিনি বলে আগামী দিনেও পারব না, এমনটা নয়। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো খেলার চেষ্টা করব।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা