১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জয় দিয়ে বিশ্বকাপ শুরু ওয়েস্ট ইন্ডিজের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু ওয়েস্ট ইন্ডিজের - সংগৃহীত

ব্যাটিং-বোলিং নৈপুণ্যে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করেছে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। আজ ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গতরাতে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামা পাপুয়া নিউ গিনি। জবাবে ৬ বল বাকি রেখে জয় পায় দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

মাঠ গায়ানায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ৭ রানে ২ উইকেট হারায় পাপুয়া নিউ গিনি। শুরুর ধাক্কা কাটিতে উঠে পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৪ রান করতে পারে তারা। টপ অর্ডারে সর্বোচ্চ ২১ রান করেন অধিনায়ক আসাদ ভালা।

৫০ রানে চতুর্থ উইকেট পতনের পর ৩৭ বলে ৪৪ রানের জুটি গড়েন সেসে বাউ ও চালর্স আমিনি। ১২ রান করে আমিনি ফিরলেও, টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলেই সাজঘরে ফিরেন বাউ। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৩ বলে ৫০ রান করে ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফের দ্বিতীয় শিকার হন বাউ।

১৭তম ওভারে দলীয় ৯৮ রানে বাউ ফেরার পর শেষ দিকে উইকেটরক্ষক কিপলিং ডরিগার ৩টি চারে ১৮ বলে ২৭ রান এবং চ্যাড সোপারের ১০ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রাানের সংগ্রহ পায় পাপুয়া নিউ গিনি। ওয়েস্ট ইন্ডিজের জোসেফ ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে দ্বিতীয় ওভারে গোল্ডেন ডাক মারেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লস। এরপর দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৫৩ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন আরেক ওপেনার ব্রান্ডন কিং ও নিকোলাস পুরান। ৭টি চারে কিং ৩৪ এবং পুরান ১টি চার ও ২টি ছক্কায় ২৭ রান করে আউট হলে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৫ ও শেরফানে রাদারফোর্ড ২ রানে আউট হলে, ম্যাচে ফিরে পাপুয়া নিউ গিনি। ১৬ ওভার শেষে ৯৭ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তবে ষষ্ঠ উইকেটে ১৮ বলে অবিচ্ছিন্ন ৪০ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন রোস্টন চেজ ও রাসেল। ৪টি চার ও ২টি ছক্কায় চেজ ২৭ বলে অপরাজিত ৪২ এবং রাসেল ৯ বলে অনবদ্য ১৫ রান করেন। পাপুয়া নিউ গিনির ভালা ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :
পাপুয়া নিউ গিনি : ১৩৬/৮, ২০ ওভার (বাউ ৫০, ডরিগো ২৭*, রাসেল ২/১৯)।

ওয়েস্ট ইন্ডিজ : ১৩৭/৫, ১৯ ওভার (চেজ ৪২*, কিং ৩৪, ভালা ২/২৮)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল