মিসবাহর চোখে পাকিস্তানের বিপক্ষে ভারতের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় যিনি
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জুন ২০২৪, ১৮:১৭, আপডেট: ০২ জুন ২০২৪, ১৮:১৮
এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে। এ টুর্নামেন্টে গ্রুপ পর্বের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। ওই দিন মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
ম্যাচটিকে ঘিরে ক্রিকেটীয় মহলে চলছে নানা আলোচনা। গ্রেট ক্রিকেটারদের পাশাপাশি গ্রামে-গঞ্জে, চায়ের দোকানেও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিশ্লেষণ করছেন ক্রিকেটপ্রেমীরা।
এবার এ দুই দলের লড়াই নিয়ে মুখ খুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহুল হক। তিনি জানিয়েছেন পাকিস্তানের বিপক্ষে ভারতের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়ের নাম।
মিসবাহর চোখে বাবর আজমদের জন্য ভারতের সবচেয়ে বিপজ্জনক ক্রিকেটার হলেন বিরাট কোহলি। একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে মেসবাহুল হকের কাছে জানতে চাওয়া হয় যে- ৯ জুন ম্যাচে গ্রিনশার্টদের জন্য সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় কে হতে পারেন? তিনি উত্তরে বলেন, ওই দিন পাকিস্তানের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হতে পারেন বিরাট কোহলি।
মিসবাহ বলেন, কোহলি আগেও পাকিস্তানের বিপক্ষে খেলেছেন এবং চাপ কিভাবে মোকাবেলা করতে হয় তাও তার ভালো জানা।
তিনি বলেন, গত বিশ্বকাপেও কোহলি পাকিস্তান থেকে ম্যাচ কেড়ে নিয়েছিলেন। এই ধরনের খেলোয়াড়রা সবসময় বিপজ্জনক।
তাছাড়া বোলিংয়ে জাসপ্রিত বুমরাহও ছাড় দেবেন না বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ।
সূত্র : ডেইলি পাকিস্তান
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা