জয়ের জন্য বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিলো ভারত
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জুন ২০২৪, ২২:২৪, আপডেট: ০২ জুন ২০২৪, ০০:১৪
গা গরমের ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে বেশ বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮২ রান তুলেছে তারা। ৮ বোলার ব্যবহার করেও বাংলাদেশ ৪টির বেশি উইকেট নিতে পারেনি টাইগাররা। অন্যটা রিটায়ার্ড হার্ট।
বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শনিবার মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। দুই দলের মধ্যকার এই ম্যাচ দিয়ে উদ্বোধন হয় নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের। যেখানে টসে জিতে আগে ব্যাট করে ভারত।
দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারালেও দাপুটে শুরু পায় ভারত। পাওয়ার প্লেতেই কোনঠাসা হয়ে যায় টাইগাররা৷ টসে জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও রিশাভ পান্তের প্রথম ছয় ওভারেই তুলেন পঞ্চাশোর্ধ রান। ষষ্ঠ ওভারে সাকিব আল হাসানের এক ওভারেই নেন ২২ রান।
পরের ওভারে এসে অবশ্য রোহিতকে শর্মাকে ফেরান মাহমুদউল্লাহ। ভাঙেন রিশাভ পান্তের সাথে গড়ে তোলা ২৯ বলে ৪৮ রানের দ্বিতীয় উইকেট জুটি। রোহিত আউট হন ২৩ রান করে। ভারত অবশ্য প্রথম উইকেট হারায় অবশ্য দ্বিতীয় ওভারেই। স্যাঞ্জু স্যামসনকে মাত্র ১ রানে ফেরান শরিফুল ইসলাম।
রোহিত ফিরলেও থামানো যায়নি রানের গতি। পানত দেখা দেন বিস্ফোরক রূপে। দারুণ ব্যাট করছেন এই ভারতীয় উইকেট কিপার। মাত্র ৩২ বলে তুলে নেন ফিফটি। এরপর অবশ্য আর মাঠে থাকেননি, রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন তিনি।
পাঁচে নামা শিভাম দুবে ইনিংস বড় করতে পারেননি, ১৬ বলে ১৪ রানে শেখ মেহেদীর শিকার হয়ে ফেরেন এই ব্যাটার। তবে রানের গতি ধরে রাখেন সূর্য কুমার যাদব, তানভিরের শিকার হবার আগে তুলেন ১৮ বলে ৩১ রান। তবে ততক্ষণে জ্বলে উঠেন হার্দিক পান্ডিয়া।
শেষ দিকে ঝড় তুলেন এই ভারতীয় অলরাউন্ডার। খেলেন ২৩ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস। বাংলাদেশের পক্ষে একটা করে উইকেট নেন শেখ মেহেদী, শরিফুল ইসলাম, তানভির ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা