১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাথুরুর সাবেক শিষ্যকে এইচপির প্রধান কোচ করে আনলো বিসিবি

হাথুরুর সাবেক শিষ্যকে এইচপির প্রধান কোচ করে আনলো বিসিবি - ছবি : সংগৃহীত

নতুন প্রধান কোচ নিয়োগ দিলো বিসিবি। বাংলাদেশে আসছেন অস্ট্রেলিয়ার নাথান মিচেল। তবে জাতীয় দল নয়, জাতীয় দলের জন্য ক্রিকেটার প্রস্তুত রাখাই হবে নতুন কোচের কাজ। অর্থাৎ এইচপি ইউনিটের জন্যে তাকে পছন্দ করেছে বিসিবি।

অনেক দিন ধরেই হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) জন্যে প্রধান কোচ খুঁজছে বিসিবি। আগের প্রধান ডেভিড হেম্প গতমাসে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেয়ায় শূন্য হয়ে পড়ে এইচপির গুরুত্বপূর্ণ এই পদ। এরপর থেকেই নতুন কোচের খুঁজে ছিল বিসিবি।

আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে দু’জনকে সংক্ষিপ্ত তালিকায় রাখেন হেড অব প্রোগ্রাম ডেভিড মুর। জিম্বাবুয়ের ডিওন ইব্রাহিমের সাথে অজি নাথান মিচেল হরিতজের মধ্যে চলে এই লড়াই। আন্তর্জাতিক ক্যারিয়ার বিবেচনায় শেষ পর্যন্ত নাথানকেই বেছে নেয় বোর্ড।

অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলেছেন নাথান। ছিলেন স্পিনার। জাতীয় দলের জার্সিতে ১৭ টেস্টে ৬৩টি উইকেট শিকার করেন তিনি। ৫৮টি ওয়ানডে ম্যাচ খেলে পেয়েছেন ৬৩ উইকেট। তিন ম্যাচ টি-টোয়েন্টি ক্যারিয়ারে উইকেট সংখ্যা দুই।

কোচ হিসেবেও তার অভিজ্ঞতা পছন্দ করেছে বিসিবি। অস্ট্রেলিয়ায় স্কুল ক্রিকেট নিয়ে কাজ করেন নাথান। এছাড়া ২০২৩ সালে আয়ারল্যান্ড জাতীয় দলের স্পিন বোলিং কোচ ছিলেন তিনি। এসেছিলেন আইরিশদের জার্সি গায়ে বাংলাদেশ সফরে।

তবে বাংলাদেশে এসেছেন এর আগেও, অস্ট্রেলিয়া অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হয়ে; ২০০১ সালে। এই অফ স্পিনার খেলা ছেড়েছেন ২০১৬ সালে। কোচিং করাচ্ছেন ২০২০ সাল থেকে। বিগ ব্যাশে ব্রিসবেন হিট দিয়ে শুরু কোচিং ক্যারিয়ারের।

বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে হরিজের পরিচয়ও পুরোনো। হাথুরুসিংহে যখন নিউ সাউথ ওয়েলসের কোচ, হরিজ ছিলে তখন সেই দলের খেলোয়াড়।


আরো সংবাদ



premium cement