১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশ- যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত

বাংলাদেশ- যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত - ফাইল ছবি

তবে অপেক্ষা বাড়ল বাংলাদেশের। বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে না আজ৷ বৈরী আবহাওয়ার কারণে মাঠেই নামা হচ্ছে না সাকিব-শান্তকদের। খেলা শুরুর ঘণ্টাখানেক আগেই জানা গেল পরিত্যক্ত হয়েছে ম্যাচ।

২ জুন পর্দা উঠবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের। তার আগে চলছে আইসিসির নির্ধারিত প্রস্তুতি ম্যাচের খেলা। মূল আসর শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ পেয়েছিল টাইগাররাও। তবে বৈরী আবহাওয়ার কারণে ভেস্তে গেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গা গরমের প্রথম ম্যাচটি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে মুখোমুখি হতো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে। খেলা শুরু হতো রাত সাড়ে ৯টায়। তবে খেলা শুরুর ঘণ্টা দেড়েক আগে রাত ৮টার দিকেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এই ম্যাচ।

ক’দিন আগেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে স্বাগতিকদের বিপক্ষে শেষ ম্যাচে ১০ উইকেটের বড় জয় পেলেও সিরিজ খোয়াতে হয় নাজমুল হোসেন শান্তদের। সুযোগ ছিল আরো একবার স্বাগতিকদের হারিয়ে বিশ্বকাপ শুরু করার।

তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের সহ-আয়োজক দেশের সাথে খেলা হচ্ছে না টাইগারদের। ডালাসের আবহাওয়া খুব বাজে থাকায় ম্যাচ খেলা সম্ভব না। শহরটিতে আবহাওয়া এতটাই খারাপ যে কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।

ফলে বাংলাদেশকে ভারতের বিপক্ষে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলেই বিশ্বকাপে নামতে হবে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৮ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রতিবেশী।


আরো সংবাদ



premium cement