১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লিস্ট এ স্বীকৃতি আদায় করে নিলো মেজর লিগ ক্রিকেট

তালিকায় স্বীকৃতি আদায় করে নিলো মেজর লিগ ক্রিকেট - ছবি : সংগৃহীত

কয়েক দিন আগেই জানা গিয়েছিল, মেজর লিগ ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। সরাসরি চুক্তিতেই তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্সের মালিকানাধীন ফ্র‍্যাঞ্চাইজিটি।

সাকিবকে ভেড়ানোর পরপরই বড় সুসংবাদ পেল মেজর লিগ ক্রিকেট। পেয়েছে বহুল কাঙ্ক্ষিত লিস্ট এ স্বীকৃতি। ফলে এখন থেকে এই আসরের রান ও উইকেট যোগ হবে আইসিসির পরিসংখ্যানে।

আইসিসির টেস্ট খেলুড়ে দেশ না হয়েও তালিকায় এ স্বীকৃতি ভাগিয়ে নিলো যুক্তরাষ্ট্র। এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা দেখল্য বিশ্ব। অর্থ্যাৎ আইপিএল, বিগব্যাশ, পিএসএল কিংবা বিপিএলের ম্যাচের মতোই মর্যাদা পাবে এমএলসিও।

বলা যায় ক্রিকেটে বিনিয়োগের ফল পাচ্ছে তারা। বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পাবার পর এবার তালিকায় এ স্বীকৃতি সেই কথাই বলে। মোটা অঙ্কের বিনিয়োগ ও প্রথম আসর সুশৃঙ্খল আয়োজনের ফলে দ্বিতীয় মৌসুমে এসেই এই স্বীকৃতি আদায় করে নিয়েছে তারা।

এ অর্জন নিয়ে এমএলসির সিইও বিজয় শ্রীনিবাসন বলেন,‘আমরা গত বছর মেজর লিগ ক্রিকেটের প্রারম্ভিক মৌসুমে যুক্তরাষ্ট্রজুড়ে ক্রিকেট নিয়ে পাগলামি দেখেছি। এখন আমরা বহুল প্রত্যাশিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এমএলসির দ্বিতীয় মৌসুমকে সামনে রেখে উত্তেজনাকর মুহূর্ত সৃষ্টির অপেক্ষায় আছি।'

তিনি আরো যোগ করেন,‘আমাদের ঘরের দুয়ারে একটি অবিস্মরণীয় ক্রিকেটগ্রীষ্ম, আমরা আমেরিকান ক্রীড়া সমর্থকদের হৃদয় দখল করতে চাই আমাদের রোমাঞ্চকর, অ্যাড্রেনালিন ক্ষরণকারী খেলা দিয়ে, যেটি বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ উদীয়মান টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে পরিচিতি পেয়েছে।’


আরো সংবাদ



premium cement