১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইনজুরিতে বিশ্বকাপ শেষ হোল্ডারের

জেসন হোল্ডার - সংগৃহীত

ইনজুরিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

হোল্ডারের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার ওবেড ম্যাককয়। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫ উইকেট নেন ম্যাককয়। এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে ৪৬ উইকেট নিয়েছেন তিনি।

হোল্ডারের ইনজুরির ধরণ বা সুস্থ হওয়ার বিষয়টি পরিষ্কার করে জানায়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (সিডব্লিুআই)। প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, ‘হোল্ডার আমাদের দলের একজন অভিজ্ঞ খেলোয়াড়। তার অনুপস্থিতি স্বাভাবিকভাবে মাঠে এবং মাঠের বাইরে প্রভাব ফেলবে। শিগগিরই আমাদের সাথে পুরোপুরি ফিট হোল্ডারকে পাওয়ার অপেক্ষায় আছি।’

পূর্বে ঘোষিত ১৫ সদস্যের দলের সাথে পাঁচজন রিজার্ভ খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউ গিনি ও উগান্ডা। আগামী ২ জুন পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেইজ, শিমরন হেটমায়ার, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, শাই হোপ, আন্দ্র্রে রাসেল, রোমারিও শেফার্ড, ওবেড ম্যাককয়, আকিল হোসেন, গুডাকেশ মোতি, শেরফাইনে রাদারফোর্ড।

রিজার্ভ
কাইল মায়ার্স, ম্যাথু ফোর্ড, ফ্যাবিয়ার অ্যালেন, হেইডেন ওয়ালশ ও আন্দ্রে ফ্লেচার।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement