১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অরেঞ্জ ক্যাপ কোহলির, সেরা নারিন,আইপিএলে আর কে কী পেলেন

অরেঞ্জ ক্যাপ কোহিলর, সেরা নারিন,আইপিএলে আর কে কী পেলেন - ছবি : সংগৃহীত

তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। রোববার চেন্নাইতে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে সেরার সেরা খেতাব তুলে নিলো নাইটরা। তবে গোটা আইপিএলে সেরার সেরা কারা? দেখে নেয়া যাক একনজরে।

অরেঞ্জ ক্যাপ : বিরাট কোহলি (আরসিবি)- ৭৪১ রান
পার্পল ক্যাপ : হর্ষল প্যাটেল (পাঞ্জাব কিংস)- ২৪ উইকেট
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: সুনীল নারিন (কেকেআর)
ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন : সুনীল নারিন (কেকেআর)
ফেয়ার প্লে : সানরাইজার্স হায়দরাবাদ
ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজন : জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুক (দিল্লি ক্যাপিটালস)

সর্বাধিক ছয় : অভিষেক শর্মা- ৪২ (সানরাইজার্স)
সর্বাধিক চার : ট্রেভিস হেড- ৬৪ (সানরাইজার্স)
ইমার্জিং প্লেয়ার : নীতীশ রেড্ডি (সানরাইজার্স)
সেরা ক্যাচ : রমণদীপ সিং (কেকেআর)
সেরা স্টেডিয়াম : রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দরাবাদ
ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ : মিচেল স্টার্ক
ফাইনালে ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ : মিচেল স্টার্ক

চ্যাম্পিয়ন : ২০ কোটি রুপি (কলকাতা নাইট রাইডার্স)
রানার্স আপ : ১২.৫ কোটি (সানরাইজার্স হায়দরাবাদ)
তৃতীয় : ৭ কোটি (রাজস্থান রয়্যালস)
চতুর্থ : ৬.৫ কোটি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার : ১০ লাখ রুপি (সুনীল নারিন)
অরেঞ্জ ক্যাপ জয়ী : ১০ লাখ (বিরাট কোহলি)
পার্পল ক্যাপ জয়ী : ১০ লাখ রুপি (হর্ষল প্যাটেল)

সার্বিকভাবে ২০২৪ মরশুমটি দুর্দান্ত গেল কেকেআরের। নাইটরা যেমন দল হিসাবে দারুণ খেললেন, তেমনই ব্যক্তিগতভাবে একাধিক ক্রিকেটার জিতে নিলেন সেরার শিরোপা। গোটা মরশুমে কেকেআর হেরেছে মাত্র ৩ ম্যাচ। যা এ পর্যন্ত আইপিএলে রেকর্ড।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement