সাকিবের পর মোস্তাফিজের জোড়া আঘাত, নিয়ন্ত্রণে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ মে ২০২৪, ২১:৫৩, আপডেট: ২৫ মে ২০২৪, ২২:৫৬
যুক্তরাষ্ট্রের রানের গতি টেনে ধরেছে বাংলাদেশ। পরপর দুই ওভারে জোড়া উইকেট তুলে চাপে ফেলে দিয়েছে তাদের। সাকিবের হাতে উদ্বোধনী জুটি ভাঙার পর দুই উইকেট তুলে নেন মোস্তাফিজ। তাতে এখন পর্যন্ত ইনিংস নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে টাইগাররা।
অথচ শুরুটা দারুণ ছিল যুক্তরাষ্ট্রের। টসে হেরে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের শাসন করছিলেন দুই ওপেনার। শায়ান জাহাঙ্গীর ও আন্দ্রে গোস মিলে ৪.৫ ওভারে তোলেন ৪৬ রান।
তবে ওভারের শেষ বলেই তাদের দৌড় থামান সাকিব আল হাসান। উদ্বোধনী জুটি ভেঙে ফেরান আন্দ্রে গোসকে। সিরিজে যা সাকিবের প্রথম উইকেট। গোস আউট হন ১৫ বলে ২৭ রানে।
পরের ওভারে মোস্তাফিজ দেখা দেন ভয়ংকর রূপে। কোনো রান না দিয়ে ফেরান শায়ানকে। ২০ বলে ১৮ করেন এই ব্যাটার। ৭ বলের মাঝে জোড়া উইকেট হারিয়ে ধাক্কা খায় যুক্তরাষ্ট্র।
এরপর চাপ ধরে রাখেন রিশাদ। উইকেট তুলতে না পারলেও তুলে নেন মেইডেন ওভার। তবে উইকেট আসে ১০ম ওভারে মোস্তাফিজের হাত ধরে। নিতিশ কুমারকে ফেরান ৩ (৯) রানে। তাতে ৯.৪ ওভার শেষে যুক্তরাষ্ট্রের সংগ্রহ ৩ উইকেটে ৫৬ রান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা