১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ধবলধোলাই এড়াতে আজ মাঠে নামবে বাংলাদেশ

ধবলধোলাই এড়াতে আজ মাঠে নামবে বাংলাদেশ - সংগৃহীত

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। খর্ব শক্তির যুক্তরাষ্ট্রের কাছে নাস্তানাবুদ টাইগাররা আটকে গেছে ব্যর্থতার বৃত্তে। বিদঘুটে হলেও সত্য, মার্কিন এই দলটার বিপক্ষে আজ ধবলধোলাই এড়াতে মাঠে নামবে সাকিব-শান্তরা।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে খেলবে দুই দল। খেলা শুরু রাত ৯টায়।

বিশ্বকাপের আগে আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রেখেছিল বিসিবি। তবে এটাই যেন কাল হলো টাইগারদের জন্যে। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে শান্ত বাহিনী দাঁড়িয়ে খাদের সামনে।

র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান দশ ধাপের। যুক্তরাষ্ট্রের কোনো বোলার নেই সেরা এক শ'র তালিকায়। কিন্তু মাঠের পারফরম্যান্সে ছিল না সে পার্থক্য। বরং আধিপত্য দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র।

অথচ এই সিরিজ শুরুর আগে বিশ্বকাপের মতো বড় আসরের পূর্বে খর্ব শক্তির যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ রাখায় কম সমালোচনা হয়নি বিসিবি’র। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, এই দুর্বল দলটার বিপক্ষে খেলে কিভাবে বিশ্বকাপের প্রস্তুতি নেবে টাইগাররা।

কিন্তু এখন ঘটনা মোড় নিয়েছে। সিরিজটা যেন হয়ে গেল বাংলাদেশের জন্যে লজ্জার কারণ। এক সমুদ্দুর চাপ আর হতাশায় ঘিরে ধরেছে টাইগারদের। এমনকি ভাঙন ধরেছে আত্মবিশ্বাসেও।

এমন সময় আরো কঠিন হুংকার দিয়ে রাখলো যুক্তরাষ্ট্র। দলটার পেসার আলি খান ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘আমরা ক্ষুধার্ত এবং আমাদের পথে যারা আসবে তাদেরই খাওয়ার চেষ্টা করব। দল ভারসাম্যপূর্ণ এবং সবাই ক্ষুধার্ত।’

এদিকে বাংলাদেশ আছে মান বাঁচানোর লড়াইয়ে। শেষ ম্যাচটা যে করেই হোক জিতে ধবলধোলাই এড়াতে হবে, সেই সাথে বিশ্বকাপের আগে ফিরে পেতে হবে আত্মবিশ্বাস। সেই লক্ষ্যে তৃতীয় ম্যাচের আগে ঘাটতি পুষিয়ে নিতে নেট অনুশীলনে ঘাম ঝরিয়েছে শান্ত বাহিনী। পুরো প্রস্তুতি নিয়েই যুক্তরাষ্ট্রকে হারাতে চায় বাংলাদেশ।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব ক্ষীণ। আগের ম্যাচের একাদশটাই দেখা যেতে পারে আজ হিউস্টনে।


আরো সংবাদ



premium cement