এইচপির দল ঘোষণা, নতুন মুখের আধিপত্য
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ মে ২০২৪, ১৬:২১
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচির কারণে লম্বা সময় ধরে বন্ধ ছিল বিসিবির হাই পারফম্যান্স ইউনিটের কার্যক্রম। তবে জাতীয় দলের বিশ্বকাপ ব্যস্ততা আর ঘরোয়া ক্রিকেটের স্থবিরতার সুযোগ নিয়ে ফের চালু হচ্ছে এইচপির প্রশিক্ষণ ক্যাম্প।
আগামী ২২ মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিটের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। যার জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে পুরনোদের সাথে আছেন অনেক নতুন মুখও।
দলে প্রাধান্য পেয়েছেন সদ্য অনুর্ধ্ব ১৯ শেষ করে আসা ক্রিকেটাররা। যেখানে আশিকুর রহমান শিবলি, জিশান আলম, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা ও রহনতদৌলা বর্ষণ জায়গা করে নিয়েছেন।
এই ক্যাম্প চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। বিসিবি জানিয়েছে- এই ক্যাম্পে অনুশীলন ছাড়াও ক্রিকেটারদের ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সাথে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা ও দুর্নীতি বিরোধী গাইডলাইন সম্পর্কে ধারণা দেয়া হবে।
সূচি অনুযায়ী, আজ মিরপুরে রিপোর্ট করতে হবে ডাক পাওয়া সদস্যদের। ২২ মে জাতীয় দলের নির্বাচকদের সাথে তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হবে। এরপর ১৪ জুন পর্যন্ত চলবে ইংরেজি ভাষার ওপর স্কিল, খাদ্যাভাস ও পুষ্টি, মিডিয়ার সাথে প্রতিক্রিয়া, ক্রিকেট প্লেয়িং কন্ডিশন ও দুর্নীতি নীতিমালা নিয়ে বিশেষ সেশন।
এরপর বগুড়া ও রাজশাহীতে ২১ জুন থেকে ১৮ আগস্ট পর্যন্ত দক্ষতা ও ম্যাচ সিনারিও নিয়ে কাজ করা হবে। এই প্রশিক্ষণ শেষে সদস্যরা ভাগ হয়ে নিজেদের মাঝে বেশ কয়েকটি ম্যাচ খেলবেন। অতঃপর ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের সাথে খেলবেন তারা।
এইচপি ইউনিট
মাহফিজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, হাবিবুর রহমান, আবদুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান, আরিফুল ইসলাম, মেহরব হাসান, আইচ মোল্লা, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকী, মেহেদী হাসান, নাঈম হোসেন সাকিব, রুয়েল মিয়া, মারুফ মৃধা, রিপন মণ্ডল, আশিকুর রহমান ও রহনতদৌলা বর্ষণ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা