১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বড় ট্রফি জিততে না পারার আক্ষেপ মোস্তাফিজের

বড় ট্রফি জিততে না পারার আক্ষেপ মোস্তাফিজের - ছবি : সংগৃহীত

 

ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত বড় ট্রফি জিততে না পারার আক্ষেপের কথা জানালেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বড় ট্রফি জিতলেই বড় খেলোয়াড় বলা হয়। এখনো বড় ট্রফি জিততে না পারার আক্ষেপ আছে।

২০১৫ সালের এপ্রিলে টি-টোয়েন্টি অভিষেক হয় মোস্তাফিজের। একই বছর টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে পথচলা শুরু করেন ফিজ। তিন ফরম্যাটে বল হাতে দারুণ পারফরমেন্স করতে পারলেও, বাংলাদেশের হয়ে এখনো আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো ট্রফি জিততে পারেননি মোস্তাফিজ। সেই আক্ষেপের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে জানিয়েছেন তিনি।

মোস্তাফিজ বলেন, ‘দেশের হয়ে খেলাটা গর্বের বিষয়। আমি সবসময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি। আমার কাছে মনে হয় বড় প্লেয়ার যখন বড় ইভেন্টের ট্রফি জিতে, তখন তাদের বড় প্লেয়ার বলা হয়। এই আক্ষেপ তো সবসময় রয়ে গেছে।’

আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। মোস্তাফিজের কাছে টি-টোয়েন্টি ফরম্যাট খুব বেশি পছন্দের।

তিনি বলেন, ‘ভালো লাগার কথা বললে, আমি টি-টোয়েন্টি ফরম্যাটটা খুব উপভোগ করি। এই সংস্করণে অনেক বেশি চাপ। এ কারণেই মনে হয় আমার ভালো লাগে। আমি চাপটা অনেক উপভোগ করি।’

টি-টোয়েন্টিতে আরো ভালো পারফরমেন্স করার কথাও বললেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘ভালো করার তো শেষ নাই। চেষ্টা করবো আগে যা করেছি, তার চেয়ে আরো ভালো করার।’

দলে থাকা তরুণ পেসারদের কাছে নিজের অভিজ্ঞতা বিলিয়ে দিতে প্রস্তুত মুস্তাফিজ। তিনি বলেন, ‘আমাদের দলে যে পেস বোলাররা আছে- তাসকিন, শরিফুল, সাইফুদ্দিন, হাসানদের সাথে আমি যতটুকু শিখেছি, সেটা তাদের সাথে ভাগাভাগি করবো। এতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়।’

শুধুমাত্র জুনিয়রদের শেখাবেন না, সিনিয়রদের কাছ থেকে নিজেও শিখতে চান মোস্তাফিজ। তিনি বলেন, ‘সাকিব ভাই আছে, রিয়াদ ভাই আছে। আমরা যদি কখনো আটকে যাই, মাঠে হতে পারে বা কোনো কিছু জানার থাকলে তাদের কাছ থেকে সিদ্ধান্তগুলো নিতে পারবো।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যা ২১ মে থেকে শুরু হবে।

 

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল