০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে আসছে বিসিবি

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে আসছে বিসিবি - সংগৃহীত

আধুনিক ক্রিকেটে দিন দিন বাড়ছে টি-টোয়েন্টির জনপ্রিয়তা। বাড়ছে তাই ম্যাচ সংখ্যাও। তবে এই ফরম্যাটে বরাবরই পিছিয়ে বাংলাদেশ। দুই দশকেও নেই বলার মতো কোনো সাফল্য, হতে পারেনি চোখ রাঙানো প্রতিপক্ষ। তবে এবার এই দুরাবস্থা দূর করতে চায় বিসিবি। নিয়েছে নতুন উদ্যোগ, আসছে নতুন লিগ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন পর্যন্ত দেশের একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এবার তার একাকীত্ব ঘোচাতে পরিকল্পনা এঁটেছে বিসিবির টুর্নামেন্ট কমিটি। জাতীয় ক্রিকেট লিগে প্রথম শ্রেণির আসরের সাথে যোগ হতে যাচ্ছে নতুন একটা টি-টোয়েন্টি লিগ।

খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেন না বলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে অসন্তুষ্টি অনেক আগে থেকেই। অথচ ভারতে আইপিএলের পাশাপাশি আছে সৈয়দ মুশতাক আলী টুর্নামেন্ট, পাকিস্তানে পিএসএলের সাথে আছে ন্যাশনাল টি-টোয়েন্টি। এসব টুর্নামেন্ট তাদের ক্রিকেট সূচিরই গুরুত্বপূর্ণ অংশ।

অথচ বিপিএল ছাড়া বাংলাদেশে কোনো টি-টোয়েন্টি প্রতিযোগিতা নেই। সেটাও আবার ফ্রাঞ্চাইজি লিগ। ফলে দলগুলো সাজানো হয় তারকা নির্ভর, নতুন ক্রিকেটারদের সুযোগ খুব কমই মেলে। তাছাড়া থাকে বিদেশী ক্রিকেটারদের আধিপত্যও। ফলে সঠিক জায়গায় খেলতে পারেন খুব কম সংখ্যক দেশীয়রাই।

যেমন নতুন ক্রিকেটাররা সুযোগ পান কম, তেমনি পুরনোরাও পান না তেমন প্রস্তুতির সুযোগ। বিপিএলের লিগ পর্বে সর্বোচ্চ ১২টি ম্যাচ খেলার সুযোগ পান একেকজন ক্রিকেটার। ফাইনাল সহ ১৪টি ম্যাচ। ফলে যেমন ছন্দে ফিরতে সময় লাগে, তেমনি নতুন কিছু করার সুযোগও হয় কম।

আর এই সীমাবদ্ধতা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বেশ ভোগাচ্ছে বাংলাদেশকে। কিন্তু বাস্তবতা উপলব্ধি করে এবার নড়েচড়ে বসেছে বিসিবি। প্রতিবছর একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনা করছে। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী ৮ দল নিয়ে ২৯ ম্যাচের ‘জাতীয় লিগ টি-টোয়েন্টি’ টুর্নামেন্ট চালু করার দিকে হাঁটছে তারা।

লিগে প্রতিটি দল ম্যাচ খেলবে ৭টি করে। দুই ফাইনালিস্ট দল পাবে ৮টি করে ম্যাচ। টুর্নামেন্টের সম্ভাব্য ম্যাচ ফি ধরা হয়েছে ২০ হাজার টাকা করে। বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আহমেদ সাজ্জাদুল আলম জানিয়েছেন, ২১ মে কমিটির এক সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

জাতীয় লিগ টি-টোয়েন্টিকে জায়গা করে দিতে পিছিয়ে যাবে বিসিএল। ডিসেম্বরে আয়োজিত এই টুর্নামেন্ট চলে যাবে বছরের শুরুর দিকে। ফলে এই সময়ে নতুন এই টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হবে। যা শেষ হবার পরপরই শুরু হবে বিপিএল।

এই নিয়মিত বিসিবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু এক জাতীয় গণমাধ্যমকে জানান, ‘এ রকম টুর্নামেন্ট একটা এখন খুবই দরকার। এনসিএলের ৮টা দল যদি টি-টোয়েন্টি খেলে, তাহলে কতগুলো নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে চিন্তা করুন। সবাই বাড়তি কিছু ম্যাচ পাবে।’


আরো সংবাদ



premium cement
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ উপদেষ্টা ফারুক ই আজমের সাথে জাতিসঙ্ঘের গোয়েন লুইসের সাক্ষাৎ বিপিএল থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশ ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : সেনাপ্রধান এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু

সকল