১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের সুযোগ দেখছেন কারস্টেন

- ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জয়ের সুযোগ দেখছেন দলটির দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কারস্টেন।

তিনি জানান, দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা থাকলেও কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাবর-রিজওয়ানদের।

গেল মাসে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের কোচ হিসেবে নিয়োগ পান কারস্টেন। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আগামী ১৯ মে লিডসে দলের যোগ দিবেন তিনি।

২২ মে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে পাকিস্তানের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে তিনদিন সময় কাটানোর সুযোগ পাবেন কারস্টেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করবে পাকিস্তান। আগামী ৬ জুন বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকরা।

আসন্ন বিশ্বকাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেয়া এক বিবৃতিতে কারস্টেন বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের জন্য সত্যি একটি রোমাঞ্চকর সময়। সাফল্য অর্জনের জন্য নতুন প্রশাসন ও খেলোয়াড়দের একত্রে সামনে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য।’

তিনি আরো বলেন, ‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের সামর্থ্য দেখানো ও শক্তিশালী দল হিসেবে নিজেদের অতীত অর্জনকে ধরে রাখার দারুণ এক সুযোগ।’

কারস্টেন জানান, বিশ্বকাপের মতো বড় মঞ্চে সাফল্যের জন্য দলীয় পারফরমেন্স ও পরিকল্পনার প্রয়োজন আছে।

তিনি আরো বলেন, ‘সম্মিলিত চেষ্টা, যথাযথ পরিকল্পনা এবং একে অপরের প্রতি দারুণ সমর্থনের ওপর সাফল্য নির্ভর করে। শিরোপার জন্য অন্য ১৯টি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমাদের লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিক পারফরমেন্স করে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে হবে।’

২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতের সাবেক কোচ কারস্টেন আরো বলেন, ‘ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করার অভিজ্ঞতাকে মিস করছি আমি। যেখানে প্রতিভাবান খেলোয়াড়দের সেরা পর্যায়ে পৌঁছাতে তাদের দেখভাল করা হতো। খেলোয়াড়দের পারফরমেন্সের উন্নতি জন্য এবং সারা বিশ্বের ভক্তদের আনন্দ দিতে আমি দলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

কাস্টেনের সাথে পাকিস্তানের কোচিং প্যানেলে সাইমন হেলমটকে মেন্টাল পারফরমেন্স এবং ডেভিড রিডকে ফিল্ডিং কোচের দায়িত্বে রাখা হয়েছে।

পিসিবি জানিয়েছে, ২০ মে দলে যোগ দেয়ার পর বিশ্বকাপের শেষ পর্যন্ত কাজ করবেন রিড।

এ দিকে, ৩১ মে দলের সাথে যুক্ত হবেন হেলমেট। বর্তমানে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছেন আফতাব খান। হেলমট দায়িত্ব নেয়ার পর বিশ্বকাপে দলে হাই-পারফরমেন্স কোচের দায়িত্ব নিবেন আফতাব।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন, যেসব বিষয়ে আলোচনা হবে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি কংগ্রেসে সমালোচকদের সম্মুখীন ব্লিংকেন

সকল