১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দিল্লির কাছে হেরে কার্যত বিদায় লখনৌর

দিল্লির কাছে হেরে কার্যত বিদায় লখনৌর - ছবি : সংগৃহীত

মাঠের উত্তাপ বদলে গেছে হৃদ্যতায়। আগের ম্যাচে যে কেএল রাহুলকে মালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্যেই বকাবকি করেছিলেন, তাকে বাড়িতে ডেকে নৈশভোজ করিয়েছেন। আলিঙ্গন করে বিবাদ মিটিয়ে নিয়েছেন। মালিক আর অধিনায়কের সমস্যা মিটলেও মাঠের ভেতরের সমস্যা এখনো মেটাতে পারল না লখনৌ সুপার জায়ান্টস। মাঠের ব্যর্থতা সাফল্যে বদলাতে পারলেন না স্টয়নিস, পুরানরা। মঙ্গল রাতে দিল্লির কাছে হেরে আইপিএল থেকে বিদায় কার্যত নিশ্চিত করে ফেলল এলএসজি।

মঙ্গলবার দিল্লিতে প্রথম ভুলটা করলেন অধিনায়ক রাহুলই। টস জিতে ব্যাট করতে পাঠালেন দিল্লিকে। শুরুতে ফ্রেসার ম্যাকগ্রুকের উইকেট হারালেও অভিষেক পোড়েল এবং শাই হোপের জুটিতে ঝড়ের গতিতে রান তুলল দিল্লি। পশ্চিমবঙ্গের অভিষেক ৩৩ বলে ৫৮ রানের ইনিংস খেললেন। হোপ করলেন ৩৮। অধিনায়ক পন্থও করলেন ৩৩। শেষদিকে টপ অর্ডারের তৈরি করা জমিতে সোনার ফসল ফলালেন ট্রিস্টান স্টাবস। তিনি করলেন ২৫ বলে ৫৭ রান। দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করল ২০৮ রান। দিল্লি জিতল ১৯ রানে।

আগের ম্যাচে গোয়েঙ্কার ক্ষোভের মুখে পড়া রাহুলের কাছে এদিন বাড়তি প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু বড় রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ব্যর্থই হলেন লখনৌ অধিনায়ক। ৫ রানেই ফিরলেন তিনি। তবে রাহুল একা নন, ব্যর্থ হল গোটা লখনৌ টপ অর্ডারই। মাত্র ২৪ রানে তিন উইকেট ফেললে লখনউ। চতুর্থ উইকেট পড়ল ৪৪ রানে। এরপর পুরাণের বিধ্বংসী ৬১ রানের লড়াই খানিকটা লড়াইয়ে ফেরায় এলএসজিকে। কিন্তু পুরাণ আউট হতেই কার্যত সব আশা শেষ হয়ে যায় লখনৌর। শেষদিকে আরশাদ খানও একটা ঝড়ো ইনিংস খেলেছেন। কিন্তু দলকে জয়ের সরণিতে নিয়ে যেতে পারেননি। লখনৌর ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৮৯ রানে।

এই ম্যাচে হারের পর আইপিএল থেকে বিদায় কার্যত নিশ্চিত লখনৌর। নিজেদের শেষ ম্যাচ জিতলেও তারা পৌঁছবেন ১৪ পয়েন্টে। নেট রান রেটে অনেক পিছিয়ে কেএল রাহুলরা। ফলে তাদের নক আউটে খেলার সম্ভাবনা কার্যত শূন্য। এদিন জিতে দিল্লি ১৪ পয়েন্টে পৌঁছল বটে, কিন্তু তাদেরও নেট রান রেটের যা অবস্থা, তাতে বিদায় কার্যত নিশ্চিত। অন্যদিকে এদিন দিল্লির জয়ে নক আউটে খেলা নিশ্চিত হয়ে গেল রাজস্থানের।


আরো সংবাদ



premium cement
মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ

সকল