০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

রিজওয়ান-ফখর জুটিতে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান

রিজওয়ান-ফখর জুটিতে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান - ছবি : সংগৃহীত

এবার আর অঘটন নয়, প্রত্যাশিত জয় তুলে নিয়েছে পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের আটকে দিয়েছে তারা, বড় জয়ে সিরিজে ফিরিয়েছে ১-১ সমতা। ফলে সিরিজের শেষ টি-টোয়েন্টি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। যে জিতবে, সিরিজ নিশ্চিত করবে তারাই।

সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার আয়ারল্যান্ডের কাছে হেরে যায় পাকিস্তান। তবে অঘটনের ধাক্কা আজ কাটিয়ে উঠেছে তারা। রোববার ডাবলিনে আগে ব্যাট করে আইরিশরা ৭ উইকেটে ১৯৩ রানের পুঁজি গড়ে। যা ১৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই পেরিয়েছে পাকিস্তান।

পাকিস্তান সহজ জয় পেয়েছে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ঝড়ে। ফখর ৪০ বলে ৭৮ রান করে আউট হলেও রিজওয়ান ৪৬ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন। তাছাড়া আজম খান খেলেন ১০ বলে ৩০ রানের হার না মানা ইনিংস।

অথচ শুরুটা ভালো ছিল না পাকিস্তানের। রান তাড়ায় প্রথম ওভারেই উইকেট হারায় সফরকারীরা। ছক্কা মেরে রানের খাতা খোলা সাইম আইয়ু্ব তৃতীয় বলে কার্টিস ক্যাম্ফারের হাতে ক্যাচ তুলে দেন। তিনে নেমে বাবর আজমও পারেননি আস্থার প্রতিদান দিতে।

পাকিস্তান অধিনায়ক ফেরেন পরের ওভারেই দলকে ১৩ রানে রেখে। ৪ বল খেলেও রানের খাতা খোলা হয়নি তার। তবে সেখানেই শেষ আইরিশদের উন্মাদনার। তৃতীয় উইকেট জুটিতে রিজওয়ান ও ফখর মিলে যোগ করেন ৭৮ বলে ১৪০ রানের ম্যাচজয়ী জুটি।

এর আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড করে ৭ উইকেটে করে ১৯৩ রান। ৩৪ বলে সর্বোচ্চ ৫১ রান করেন লোরকান টাকার। এ ছাড়া হ্যারি টেক্টর ২৮ বলে ৩২ ও শেষ দিকে গ্যারেথ ডেলানি করেন ১০ বলে ২৮ রান। কার্টিস ক্যাম্ফারের ব্যাটে আসে ১৩ বলে ২২ রান।

পাকিস্তানের হয়েছ শাহিন আফ্রিদি ৪৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নেন আব্বাস আফ্রিদি।

 


আরো সংবাদ



premium cement
সরিষাবাড়ীতে ট্রাক্টরচাপায় শ্রমিকের মৃত্যু চট্টগ্রাম আদালতের নথি চুরির ঘটনায় বিচারাধীন মামলায় প্রভাব পড়বে না কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে : রফিকুল ইসলাম ‘পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার’ সোনাগাজীতে উপজেলা আ'লীগ নেতা গ্রেফতার দেশে ফিরলেন ৯০ জন, ভারতে গেলেন ৯৫ ময়মনসিংহে শীতার্তদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ এক কার্গো এলএনজি ও ৫০ হাজার টন চাল কিনবে সরকার ‘চব্বিশের বিজয়কে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে বইমুখী করতে হবে’ সীমান্তে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে গেল ভারতীয় পুলিশ লন্ডনের উদ্দেশে বাসা থেকে বের হলেন খালেদা জিয়া

সকল