বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে জিম্বাবুয়ে
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ মে ২০২৪, ১৩:০৪, আপডেট: ১২ মে ২০২৪, ১৩:৩০
পরাজয় চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। আধিপত্য ধরে রেখে জয়ের পথে হাঁটছে জিম্বাবুয়ে। ব্রায়ান ব্যানেট আর সিকান্দার রাজা মিলে চেপে ধরেন টাইগার বোলারদের। যদিও জুটি ভেঙে দলকে খানিকটা স্বস্তি এনে দিয়েছেন সাইফ। ১৬ ওভার শেষে সংগ্রহ ২ উইকেটে ১২৬ রান।
১৫৮ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু পায় জিম্বাবুয়ে। ৪.১ ওভারে এসে যখন প্রথম উইকেটের পতন হয়, রান তখন ৩৮। মারুমানিকে (১) ফেরান সাকিব। সেই যে একটা উপলক্ষ পেয়েছিল টাইগাররা, পরের ১০ ওভারেও আর আসেনি তেমন মুহূর্ত।
টাইগার বোলারদের হতাশ করেছেন ব্যানেট-রাজা মিলে। দু'জনে গড়ে তুলেন ৭৫ রানের জুটি। ১৫.১ ওভারে এসে এই জুটি ভাঙেন সাইফুদ্দিন। ফিরিয়েছেন ভয়ঙ্কর হয়ে উঠা ব্যানেটকে। আউট হবার আগে ৪৯ বলে ৭০ রানের এক ইনিংস খেলেন তিনি।
তবে মাঠে রয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক। ব্যাট করছেন ৩৯ বলে ৪৮ রানে। ১৬ ওভার শেষে জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩২ রান প্রয়োজন জিম্বাবুয়ের। হাতে আছে ৮ উইকেট।
এর আগে টসে হেরে ব্যাট করে ৬ উইকেটে ১৫৭ রান করে বাংলাদেশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা