জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ মে ২০২৪, ১১:৩৫, আপডেট: ১২ মে ২০২৪, ১৩:১৬
শুরুর ধাক্কা কাটিয়ে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটি আর জাকের আলির ঝড়ো ব্যাটিংয়ে পাড়ি দিয়েছে দেড় শ' রানের গণ্ডি। মিরপুরে আগে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৭।
প্রথম চার ম্যাচ জিতে সিরিজ আগেই জিতে নিয়েছিল বাংলাদেশ। আজকের ম্যাচটায় জিম্বাবুয়েকে ধবলধোলাই করার উদ্দ্যেশেই মাঠে নামে টাইগাররা। অবশ্য টসে হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি মোটেও। মাত্র ১৫ রানে হারায় ৩ উইকেট।
ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন তানজিদ। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো এই ব্যাটার ফেরেন ৫ বলে মাত্র ২ রানে। দুই অংকের ঘরে যেতে পারেননি সৌম্যও, ৭ বলে ৭ রানে ফেরেন তিনি।
এক ওভার পর তাওহীদ হৃদয়ের উইকেটও হারায় টাইগাররা। ৪.১ ওভারে ১৫ রানেই হারায় ৩ উইকেট। তবে সেখান থেকে টেনে তুলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। দু'জনে গড়েন ৪৫ বলে ৬৯ রানের যুগলবন্দী।
অধিনায়কের বিদায়েই ভাঙে জুটি। ২৮ বলে ৩৬ রান করে মাসাকাদজাকে উইকেট দেন তিনি। এরপর সাকিব আল হাসানকে সাথে নিয়ে আরো ৩৯ রান যোগ করেন মাহমুদউল্লাহ। ১৭ বলে ২১ রানে ফেরেন সাকিব। ১৬.৫ ওভারে দলের সংগ্রহ তখন ৫ উইকেটে ১২৩।
পরের ওভারেই ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। আউট হবার আগে অবশ্য তুলে নেন ক্যারিয়ারের অষ্টম টি-টোয়েন্টি ফিফটি। ৪৪ বলে করেন ৫৪ রান। এরপর রান বাড়ানোর কাজটা করেন জাকের আলি। সাইফুদ্দীনকে সাথে নিয়ে শেষ ১২ বলে যোগ করেন ২৯* রান।
জাকের ১১ বলে ২৪* ও সাইফ অপরাজিত থাকেন ৪ বলে ৬ রানে। মুজারাবানি ও ব্যানেট নেন দুটো করে উইকেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা