১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ধবলধোলাইয়ের লক্ষ্যে সকালে মাঠে নামছে বাংলাদেশ

ধবলধোলাইয়ের লক্ষ্যে সকালে মাঠে নামছে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

প্রথম চার ম্যাচে আধিপত্য ধরে রেখে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটা তাই কেবল ‘হোয়াইট ওয়াশ' উপলক্ষ। আজ সিকান্দার রাজাদের হারাতে পারলেই টি-টোয়েন্টিতে আরো একবার ধবলধোলাইয়ের কীর্তি গড়বে টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম চার ম্যাচ শেষে সিরিজে ৪-০ তে এগিয়ে টাইগাররা। রোববার শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলেই হোয়াইট ওয়াশের কীর্তি গড়বে টাইগাররা। মিরপুরে আগামীকাল সকাল ১০টায় শুরু হবে খেলা।

এবাইরই প্রথম নয়, এর আগেও টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে তিনবার ধবলধোলাই করার অভিজ্ঞতা আছে টাইগারদের। তবে প্রথমবারের মতো ৫-০ ব্যবধানে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সাকিবরা৷ এর আগে কখনোই এতো বড় ব্যবধানে জেতেনি বাংলাদেশ।

বাংলাদেশ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে এর আগে মাত্র ৩ বার। ২০১৫/১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার খেলতে নেমে ২-২ ড্র করে সিরিজ। এরপর ২০২১ সালে অট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে টাইগাররা। তবে দেখা দেয়নি ধবলধোলাইয়ের স্বাদ।

সেই আক্ষেপ ঘোচানোর বড় সুযোগ টাইগারদের সামনে। ব্যাটে-বলে সমান হলেই আরাধ্য এই কীর্তি গড়তে পারেন সাকিবরা। যদিও তার জন্যে বেশ চড়ামূল্য দিতে হতে পারে বাংলাদেশকে। কাগজে-কলমে জিম্বাবুয়ের থেকে বাংলাদেশ ঢের এগিয়ে থাকলেও শেষ দুই ম্যাচে কঠিণ লড়াই করতে হয়েছে টাইগারদের।

বোলাররা ধারাবাহিক ভালো করলেও ব্যাটারদের অনেকেই ছন্দহীন। রানে নেই বাংলাদেশ অধিনায়কও। যা বড় চিন্তার কারণ। আরো একটা চিন্তার নাম হঠাৎ ব্যাটিং ধস। গত ম্যাচেও যা বেশ ভুগিয়েছে। বিনা উইকেটে ১০১ রান থেকে পরের ৪২ রান তুলতেই অল আউট হয় টাইগাররা। যদিও ম্যাচটা জেতে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের আরেকটি লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি। সেই কথা মাথায় রেখেই এ ম্যাচের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টায়। নিকট অতীতে এ সময় কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ; এমন অভিজ্ঞতা খুব একটা নেই জিম্বাবুয়েরও। ফলে ভিন্ন এক আবহে খেলবে দুই দল।

তবে বাংলাদেশের ক্রিকেটাররা যেহেতু সদ্য সমাপ্ত ডিপিএলে একই সময় খেলেছে, তাই তাদের জন্য কন্ডিশন খুব একটা অপরিচিত হওয়ার কথা নয়। তাছাড়া আবহাওয়ার আদ্রতাও খানিকটা কমে এসেছে। ফলে সূর্যের আলোতেও জমজমাট একটা ম্যাচ আশা করাই যায়।

তাছাড়া পরীক্ষা নিরীক্ষার শেষ সুযোগও এই ম্যাচ। বিশ্বকাপের দল ঘোষণার আগে এই ম্যাচ দিয়েই সবাইকে পরখ করে দেখতে চায় ম্যানেজমেন্ট।


আরো সংবাদ



premium cement