০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

উঠতি লেগ স্পিনারদের সাথে বিশেষ সময় পার করলেন মোশতাক

মোশতাক আহমেদ - ছবি : সংগৃহীত

দেশে লেগ স্পিনারের আক্ষেপটা বহু দিনের। সেই হাহাকার ঘোচাতে চলতি মাসে বাংলাদেশে আসেন পাকিস্তানি কিংবদন্তি মোশতাক আহমেদ। গত কিছুদিন জাতীয় দল নিয়ে কাজ করলেও, আজ পাইপলাইনে থাকা লেগ স্পিনারদের সাথে বিশেষ সময় কাঁটিয়েছেন তিনি। এঁকে দিয়েছেন এগিয়ে যাবার ছক।

শনিবার মিরপুর ইনডোরে উঠতি লেগ স্পিনারদের নিয়ে ব্যস্ত সময় কাঁটান মোশতাক আহমেদ। রবি লেগ স্পিন হান্ট থেকে উঠে আসা তরুণদের দেন আরো ধারালো হবার তালিম। পাকিস্তানের সাবেক এই লেগি প্রায় তিন ঘণ্টা সান্নিধ্য দেন তাদের।

শুধু মোশতাক নয়, ক্যাম্পে উপস্থিত ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কোচ আরেক পাকিস্তানি লেগ স্পিনার শাহেদ মাহমুদ। ক্যাম্প শেষে সাংবাদিকদের সাথে কথাও বলেছেন তিনিই। জানান লেগ স্পিনারদের নিয়ে তাদের পরের পরিকল্পনা ও মোশতাকের ভাবনা।

মোশতাক আহমেদের ভাবনা সম্পর্কে শাহেদ বলেন, ‘একটা ব্যাপারে তিনি বারবার জোর দিয়েছেন। বলেছেন- এই স্পিনাররা এক-দুই মাসে পরিণত হবে না। ওদের যদি লম্বা সময় পরিচর্যার মধ্যে রাখা যায়, তাহলে ভালো কিছু পাওয়া সম্ভব। আর ওদের গড়ে তোলার এটাই আদর্শ বয়স।’

‘আজ বেশির ভাগ কাজ হয়েছে কৌশলগত। আমাদের স্পিনারদের দেখে তিনি মুগ্ধ। প্রত্যেকের সাথে আলাদাভাবে কথা বলেছেন। তিনি সবসময় এই লেগ স্পিনারদের সাথে কাজ করতে চান। যেকোনো সাহায্যের জন্য তার সাথে যেকোনো সময় যোগাযোগ করতে বলেছেন।’ যোগ করেন শাহেদ।

মূলত রবি লেগ স্পিন হান্ট থেকে বাছাই করা ২০ জন লেগ স্পিনার নিয়েই চলেছে বিশেষ এই ক্লাস। যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বয়স-ভিত্তিক দল থেকে আরো ৫ জন। যদিও নানা কারণ বশত তাদের মধ্য থেকে আজ উপস্থিত ছিলেন ১৬ জন।

তবে খুব দ্রুত বাকি সবাইকে নিয়ে ক্যাম্প করার পরিকল্পনা বিসিবি’র। এই নিয়ে গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার জানান, ‘এরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে আছে। তাদের একসাথে করে আমরা শিগগিরই ক্যাম্প শুরু করব। শাহেদ মাহমুদের অধীনেই এই ক্যাম্প চলবে। যখন সুযোগ হবে, তখন উনি (মুশতাক) এসে টিপস দেবেন।


আরো সংবাদ



premium cement

সকল