০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

৩ ফরম্যাটের সিরিজ খেলতে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ

৩ ফরম্যাটের সিরিজ খেলতে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ - ফাইল ছবি

বিশ্বকাপ উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে ইতোমধ্যেই ব্যাগ গোছাতে শুরু করেছে টাইগাররা। তবে এবারই শেষ নয়, আগামী নভেম্বরে ফের ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যাবে শান্ত বাহিনী। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটা গড়াবে সেখানেই।

শুক্রবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে নিজেদের সফরসূচি (এফটিপি) প্রকাশ করে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে দেখা যায়, তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে চলতি বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। প্রায় এক মাসব্যাপী এই সিরিজ চলবে ডিসেম্বর পর্যন্ত।

এই সিরিজের প্রাথমিক সূচিও প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট। প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ২২ নভেম্বর অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। সিরিজের অন্য টেস্ট ম্যাচটি হবে জ্যামাইকায়, ৩০ নভেম্বর।

আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে সেন্ট কিটস ও নেভিসে। ম্যাচগুলো মাঠে গড়াবে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। সবার শেষে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের তিনটি ম্যাচ হবে সেন্ট ভিনসেন্টে। যা অনুষ্ঠিত হবে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর।

তাছাড়া টেস্ট সিরিজ শুরুর আগে অ্যান্টিগায় বাংলাদেশকে একটি গা গরমের ম্যাচ খেলতে সুযোগ করে দেবে বলেও জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষেও চলতি বছর সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে ও পরে মিলিয়ে খেলবে প্রোটিয়াদের বিপক্ষে। এরপর অক্টোবর ও নভেম্বরে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

 


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল