১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ক্যাম্পবেল-ব্যানেট জুটিতে লড়াইয়ের পুঁজি পেল জিম্বাবুয়ে

ক্যাম্পবেল-ব্যানেট জুটিতে লড়াইয়ের পুঁজি পেল জিম্বাবুয়ে - ছবি : সংগৃহীত

জোনাথন ক্যাম্পবলের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল জিম্বাবুয়ে৷ অবদান রেখেছেন ব্রায়ান বেনেটও। দুজনের ৪৩ বলে ৭৩ রানের জুটিতেই এক শ’ পেরোয় সফরকারীরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৮ রান তুলেছে সিকান্দার রাজার দল।

আগের ম্যাচে মাত্র ৪১ রানে ৭ উইকেট তুলে নেয়ার পরও জিম্বাবুয়ে ১২৪ রান করায় অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজও যেন পুনরাবৃত্তি হলো তার, ১০.২ ওভারে মাত্র ৪২ রানে ৫ উইকেট হারানো জিম্বাবুয়ে বাকিটা পথ পাড়ি দেয় তাদের ব্যাটে।

চট্টগ্রামে রোববার টসে হেরে ব্যাট করতে নেমে খুব সাবধানী শুরু করে জিম্বাবুয়ে। দেখেশুনেই খেলছিল তারা। তবে শেষ রক্ষা হয়নি। প্রথম টি–টোয়েন্টির ম্যাচসেরা তাসকিন আহমেদকে চতুর্থ ওভারে আক্রমণে আসতেই দেখা দেয় দিনের প্রথম উইকেট।

ওভারের শেষ বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন মারুমানি। ৪ বলে ২ রান করেন তিনি। ২২ রানে শেষ হয় পাওয়ার প্লে। পরের উইকেট আসে ৭.১ ওভারে, এবার জয়লর্ড গাম্বেকে ফেরান সাইফুদ্দীন। ৩০ বলে ১৭ রান করে থিতু হয়ে যাওয়া গাম্বে ক্যাচ দেন শান্তকে।

৫ উইকেটের পতন হয় ১০.২ ওভারে, ক্রেইগ আরভিনকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের লেঁজ বের করে আনেন শেখ মেহেদী। ১৬ বলে ১৩ রানে আউট হন আরভিন। তবে এর আগের ওভারেই জোড়া উইকেট তুলে মূলত ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন রিশাদ।

জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাকে ফিরিয়ে শুরু, ছক্কা হাঁকাতে গিয়ে ৮ বলে ৩ করে ক্যাচ দেন লিটনকে। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছিলেন ক্লাইভ মাদান্দে। তবে এক বল পরই রিশাদের শিকার মাদান্দেও। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

যখন মনে হচ্ছিলো হয়তো মেরুদণ্ড ভেঙে গেছে জিম্বাবুয়ে, তখনই ক্যাম্পবেল ও ব্যানেটের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। ক্যাম্পবেল ২৪ বলে ৪৫ রানে আউট হলেও ২৯ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন ব্যানেট।


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল