ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ মে ২০২৪, ১৯:১৩, আপডেট: ০৫ মে ২০২৪, ১৯:৪৭
দেখেশুনে শুরু করেও শেষ রক্ষা হলো না জিম্বাবুয়ের। ১৫ ওভারে ৮১ রান তুলতেই নেই ৫ উইকেট। জোড়া উইকেট তুলে মিডল অর্ডারে ধস নামিয়েছেন রিশাদ হোসেন।
৫ উইকেটের পতন হয়েছিল অবশ্য ১১তম ওভারেই, ক্রেইগ আরভিনকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের লেঁজ বের করে আনেন শেখ মেহেদী। ১৬ বলে ১৩ রানে আউট হন আরভিন।
এর আগের ওভারেই জোড়া উইকেট তুলে মূলত ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন রিশাদ। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাকে ফিরিয়ে শুরু, ছক্কা হাঁকাতে গিয়ে ৮ বলে ৩ করে ক্যাচ দেন লিটনকে।
নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছিলেন ক্লাইভ মাদান্দে। রাজা আউট হওয়ার এক বল পরই রিশাদের বেশ ভালো এক ডেলিভারিতে ফেরেন মাদান্দেও। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
এর আগে খুব সাবধানী জিম্বাবুয়ে। দেখেশুনেই খেলছিল তারা। তবে শেষ রক্ষা হয়নি। প্রথম টি–টোয়েন্টির ম্যাচসেরা তাসকিন আহমেদকে চতুর্থ ওভারে আক্রমণে আনেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার হাত ধরেই এলো দিনের প্রথম উইকেট।
ওভারের শেষ বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন মারুমানি। ৪ বলে ২ রান করেন তিনি। ২২ রানে শেষ হয় পাওয়ার প্লে। পরের উইকেট আসে ৭.১ ওভারে, এবার জয়লর্ড গাম্বেকে ফেরান সাইফুদ্দীন। ৩০ বলে ১৭ রান করে থিতু হয়ে যাওয়া গাম্বে ক্যাচ দেন শান্তকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা