১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সেদিন কেন এমন করেছিলেন শাহরুখ!

সেদিন কেন এমন করেছিলেন শাহরুখ! - ফাইল ছবি

চলতি আইপিএলে বেশ ভালো ফর্মে রয়েছে কেকেআর দল। প্লে অফে যাওয়া তাদের প্রায় নিশ্চিত। ওয়াংখেড়েতে শাপমুক্তি ঘটেছে কেকেআরের। এক দশকেরও বেশি সময় বাদে তারা জিতেছে মুম্বইতে। ১২ বছর পর তারা হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দলকে। শেষবার যখন কেকেআর ওয়াংখেড়েতে মুম্বই দলকে হারিয়েছিল, ওই রাতেই ঘটেছিল এক খারাপ ঘটনা। সুনীল নারিনের ১৫ রানে নেয়া চার উইকেটে ভর করেই ওই রাতে ১৪০ রান ডিফেন্ড করেছিল কেকেআর। এই ম্যাচ শেষেই ওয়াংখেড়ের নিরাপত্তারক্ষীদের সাথে ঝামেলাতে জড়াতে দেখা গিয়েছিল কেকেআর মালিক শাহরুখ খানকে। তার পরেই ওয়াংখেড়েতে নিষিদ্ধ হয়েছিলেন শাহরুখ খান। তবে সেদিন নাকি এসআরকে কাউকে গালাগালি করেননি! তার সন্তানদের বাঁচাতেই নাকি এমন আচরণ করেছিলেন তিনি! এমনটাই দাবি করেছেন ওই সময়ে কেকেআরের সাথে যুক্ত থাকা জয় ভট্টাচার্য।

ওই বছরেই অর্থাৎ ২০১২ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০১২ সালে ওয়াংখেড়েতে হওয়া এক ম্যাচে কেকেআরের মালিক শাহরুখ খান মাঠের নিরাপত্তাকর্মীর সাথে বচসায় জড়িয়েছিলেন। ৫ বছর শাহরুখের ওয়াংখেড়েতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। পরে সেই নিষেধাজ্ঞা কমিয়ে তিন বছর করা হয়েছিল। তবে এই ঘটনার পর আর শাহরুখ ওয়াংখেড়েতে যান না। ১২ বছর পর জানা গেল, সেদিন ঠিক কী ঘটেছিল। মাঠে মেয়ে সুহানাকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন তার বাবা শাহরুখ খান! নাইটদের সাথে এই ২০১২ সালে যুক্ত ছিলেন জয় ভট্টাচার্য। ১২ বছর আগে সুহানার সাথে কী ঘটেছিল? ওই বিষয়টিই তুলে ধরেছেন জয় ভট্টাচার্য।

জয় তার সোশ্যাল মিডিয়া এক্সে লিখেছেন, ‘শেষবার যখন কেকেআর ওয়াংখেড়েতে মুম্বইকে হারিয়েছিল সেই সময় ডাগআউটে ছিলাম। অনেক দিন আগের কথা। আজ অবশ্য আলাদা একটা দিন।’

এই পোস্টের তলাতেই এক নেটিজেন লেখেন শাহরুখ ওয়াংখেড়ের সিকিউরিটি গার্ডকে গালাগালি দেয়ার পর থেকে কেকেআরের উপর তার অভিশাপ পরেছিল। আর তাই নাকি ওয়াংখেড়েতে জয় পায়নি নাইটরা। এর উত্তরে জয় লেখেন, ‘কেকেআর ওই ঘটনার পর দু'টি চ্যাম্পিয়নশিপ (আইপিএল) জিতেছে। আর সত্যি বলতে ও (শাহরুখ) গালাগালি করেনি। আমি সেখানে ছিলাম। আমি দেখতে চাই, পরের বার যখন আপনার পরিবারের ছোট্ট মেয়েটিকে কেউ অশালীন মন্তব্য করেন, তাহলে কী করে আপনি শান্ত থাকেন।’

জানা গেছে, ওই সময়ে ১২ বছরের মেয়ে সুহানার প্রতি যৌন প্ররোচনামূলক মন্তব্য করা হয়েছিল। নিরাপত্তারক্ষীও নাকি সেই রাতে বাজেভাবে স্পর্শ করেছিলেন সুহানাকে। আর সেই কারণেই রেগে গিয়েছিলেন শাহরুখ। বাবা হিসেবে ওই মন্তব্য শুনে এবং নিরাপত্তারক্ষীর খারাপ আচরণ দেখেই ওই সময়ে প্রতিবাদ করেছিলেন শাহরুখ।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত

সকল