আজ মাঠে নামছে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ মে ২০২৪, ০৯:৩৫, আপডেট: ০৩ মে ২০২৪, ১২:১৮
বাংলাদেশ আজ মাঠে নামছে। প্রতিপক্ষ বেশ পরিচিত জিম্বাবুয়ে। যদিও প্রতিপক্ষের চেয়ে এই সিরিজে প্রস্তুতিতেই মন বেশি টাইগারদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন খুঁজে পেতে এই সিরিজেই চোখ চণ্ডিকা হাথুরুসিংহের। তাছাড়া অনেকের জন্যে ফেরার মঞ্চও হতে যাচ্ছে এই সিরিজ।
সামনেই কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার ঠিক আগ মুহূর্তে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার গড়াচ্ছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।
জিম্বাবুয়ে ক্রিকেটের আগের সেই জৌলুস আর নেই। অনেকটা অভাবের সংসারের মতো টান পোড়েনের মধ্য দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তারা। ঠাঁই হয়নি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও, বাদ পড়েছে বাছাইপর্ব থেকেই। কিন্তু বাংলাদেশ-জিম্বাবুয়ে লড়াই বরাবরই একটু বেশিই উত্তেজনা ছড়ায়।
দুই দলের সর্বশেষ দেখা হয়, ২০২২ সালের আগস্টে, হারারেতে। তবে বাংলাদেশের মাটিতে দুই দল মুখোমুখি হয় আরো আগে, ২০২০ সালে। অর্থাৎ প্রায় ৪ বছর পর ঘরের মাঠে জিম্বাবুয়েকে আতিথ্য দিবে বাংলাদেশ।
দুই দলের মধ্যকার শেষ সিরিজটিতে অবশ্য হেরে যায় বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় জিম্বাবুয়ে। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে আছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২০ বারের মোকাবেলায় সাকিবদের জয় ১৩টি ম্যাচ। আর হেরেছে সাতটিতে।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড বেশ মজবুত টাইগারদের। ২০০১ সালের পর বাংলাদেশের মাটিতে সাদা বলের ফরম্যাটে কোনো সিরিজ জিততে পারেনি জিম্বাবুয়ে। যা অক্ষুণ্ণ রাখতে চায় এই সিরিজেও।
বিশ্বকাপের প্রস্তুতি মূল লক্ষ্য হলেও সিরিজটাও নিজেদের করেই রাখতে চায় টাইগাররা। যদিও দলের দুই সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়াই সিরিজের প্রথম তিন ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।
দুই দলের দেখায় সর্বোচ্চ রান হ্যামিল্টন মাসাকাদজার, ৩৭৭ রান তারা। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান লিটন দাসের, ৩০৮। ২৯৮ রান নিয়ে তিনে আছেন সৌম্য সরকার। বিপরীতে সর্বোচ্চ উইকেট মোস্তাফিজের, ২৪টি। ১৬ উইকেট আছে সাকিব আল হাসানের।
ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসলেও ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সাকিব। আর আইপিএল থেকে মাঝপথে গতকাল দেশে ফিরছেন চেন্নাই সুপার কিংসে খেলা মোস্তাফিজ। কিন্তু ক্লান্তির বিষয়টি মাথায় রেখে তাকে বিশ্রামে রেখেছে বিসিবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা