ভারতের বিশ্বকাপজয়ী কোচ এবার পাকিস্তানে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ এপ্রিল ২০২৪, ১৫:১১
অবশেষে জাতীয় দলের জন্য আনুষ্ঠানিকভাবে সাদা ও লাল বলের পৃথক দুজন কোচের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে লাল ও ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কার্স্টেনকে সাদা বলের দায়িত্ব দেয়া হয়েছে।
রোববার জিও নিউজ ও ডেইলি জংগ জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি একটি প্রেস কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন। কনফারেন্সটি লাহোরে অনুষ্ঠিত হয়েছে এবং তাতে উপস্থিত ছিলেন আজহার মাহমুদও।
এ সময় মুহসিন নাকভি বলেন, এই কোচদের পাকিস্তানে আগমন একথা প্রমাণ করে যে তারা আমাদের সম্ভাবনার ওপর আস্থা রাখেন। আজহার মাহমুদ উভয় বলেরই (সাদা ও লাল) সহকারী কোচের দায়িত্ব পালন করবেন।
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের এই তিনটি নিয়োগের মেয়াদ আগামী দুই বছর পর্যন্ত বলেও জানান মুহসিন নাকভি। তিনি বলেন, আমরা অবশ্যই সফল হব। আজহার মাহমুদ দলটিকে একটি মজবুত স্থানে একত্রিত করতে সক্ষম হবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা