১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের

বিসমাহ মারুফ - ফাইল ছবি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নারী ক্রিকেটের পরিচিত মুখ বিসমাহ মারুফ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিবৃতি দিয়ে বিসমাহ নিজে ও পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

ক্রিকইনফো জানিয়েছে, ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির ঘোষণা দিয়েছেন বিসমাহ। তবে লিগ ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। বিসমাহ মারুফ এখন পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক।

অভিষেকের পর থেকে ৩২ বয়সী বিসমাহ দেশের হয়ে রেকর্ড ২৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই স্পিন অলরাউন্ডার ৮০টি উইকেট নেয়ার পাশাপাশি ৬,২৬২ আন্তর্জাতিক রান করেছেন। সেঞ্চুরি না পেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৩টি ফিফটি পেয়েছেন বিসমাহ।

বিসমাহ পাকিস্তানের হয়ে ১৩৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন; রান করেছেন ৩,৩৬৯। আর ১৪০টি টি-টোয়েন্টিতে পেয়েছেন ২,৮৯৩ রান।

২০১৬ সালে টি-টোয়েন্টি ও পরের বছর ওয়ানডে অধিনায়কত্ব পান বিসমাহ। অধিনায়ক হিসেবে পাকিস্তানকে ৯৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২০ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২২ সালে ওয়ানডে বিশ্বকাপে অধিনায়ক ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বিসমাহর অভিষেক হয়েছিল ২০০৬ সালে।

বিসমাহ এক্সে বলেছেন, যে খেলাটা আমি সবচেয়ে ভালোবাসি, সেখান থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা আমার ক্রিকেট যাত্রায় শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সমর্থন করেছে। আমি আমার সতীর্থ খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই, যারা আমার কাছে পরিবারের মতো হয়ে উঠেছে। মাঠে এবং মাঠের বাইরে আমাদের যে বন্ধুত্ব হয়েছে, তা আমি চিরকাল লালন করব।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল