০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের

- ছবি : নয়া দিগন্ত

রাত পোহাতেই মাঠে নামছে বাংলাদেশ। তবে সরাসরি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে নয়, বরং প্রস্তুতি ক্যাম্পের বলয়ে ডুকছেন টাইগাররা। জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে ঘাটতি না রাখতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন আয়োজন।

শুক্রবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিশেষ অনুশীলন করবে বাংলাদেশ। প্রধান কোচ হাথুরুসিংহের অধীনে চলবে টানা তিন দিনের প্রস্তুতি ক্যাম্প।

জানা গেছে, আগামীকাল শুক্রবার থেকে শুরু হয়ে আগামী রোববার (২৮ এপ্রিল) পর্যন্ত চলবে এই অনুশীলন ক্যাম্প।

বিসিবির আয়োজনে বিগত ক্যাম্পগুলোতে একটা জিনিস বারবার মিলে যায়, তা হলো গণমাধ্যমের নিষেধাজ্ঞা। এবারো তার ব্যতিক্রম নয়। বিশেষ এই কর্মযজ্ঞও চলবে রুদ্ধদ্বার। ভেতরে প্রবেশ করতে পারবে না কোনো সাংবাদিক বা সর্বসাধারণ।

এর আগে গত মঙ্গলবার এই অনুশীলন ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ওই দলে অবশ্য সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম নেই।

তবে প্রধান নির্বাচক লিপু জানান, এই ১৭ সদস্যের দলের সাথে সাকিব ও মোস্তাফিজের নাম যোগ হবে এবং এখান থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ও ব্যাকআপ খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

জিম্বাবুয়ে সিরিজের পাঁচটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৭, ১০ ও ১২ মে। সিরিজ শেষ করে বাংলাদেশ দল উড়াল দেবে মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের ঠিক আগে দলটির বিপক্ষে খেলবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। এরপর অংশ নেবে বিশ্বকাপে।

বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল : নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।


আরো সংবাদ



premium cement