সাকিবকে ডিপিএলে চান বিসিবি প্রধান নির্বাচক
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ এপ্রিল ২০২৪, ২১:৪৬
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বের কিছু ম্যাচে অলরাউন্ডার সাকিব আল হাসানকে খেলতে দেখতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে ডিপিএলের প্রথম পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে কিছু ম্যাচ খেলেছিলেন সাকিব। পরবর্তীতে পরিবারের সাথে ঈদের ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি।
মঙ্গলবার জাতীয় দলের সাবেক অধিনায়ক লিপু বলেন,‘আমরা ইতোমধ্যে সাকিবের সাথে যোগাযোগ করেছি। এ মাসের শেষ দিকে দেশে ফিরবেন তিনি।’
তিনি আরো বলেন,‘ডিপিএলে সুপার লিগের কিছু ম্যাচে তার খেলার সুযোগ রয়েছে। এরপর টিম ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে থাকবেন তিনি। সেখানে ক্রিকেটে কিছু দক্ষতা নিয়ে অনুশীলনের সুযোগ পাবেন। কিন্তু আমরা অবশ্যই চাই, সুপার লিগের শেষ দিকে কিছু ম্যাচে খেলুক সে।’
যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ ভ্রমনে ক্লান্তির বিষয়টি বিবেচনা করে সুপার লিগের ম্যাচে সাকিব খেলবেন কি-না, এটি নিয়ে অনিশ্চিয়তা রয়েছে। পাশাপাশি দেশে বহমান প্রচন্ড গরমের কারনে ইনজুরিতে পড়ার ঝুঁকি রয়েছে খেলোয়াড়দের।
তারপরও লিপুর বিশ্বাস, ডিপিএলের ম্যাচে খেললে গরমের সাথে মানিয়ে নিতে পারবেন সাকিব। তিনি বলেন,‘প্রত্যেক ক্রিকেটারকে একটি প্রক্রিয়ার মধ্যে আসতে হয়। বিদেশ থেকে যেহেতু আসবেন, স্বাভাবিকভাবেই ক্লান্ত থাকবেন তিনি। কিন্তু গরমের সাথে মানিয়ে নেয়ার ব্যাপার আছে। এরপর যত দ্রুত সম্ভব ক্রিকেটে ফিরতে, টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করতে হবে তাকে। আমরা এই বিষয়গুলোর দিকে নজর দিবো।’
সর্বশেষ সিরিজগুলোয় সাকিব না থাকায়, দলের মধ্যে বোঝাপড়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। লিপু জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের অনেক ম্যাচ রয়েছে। যা খেলোয়াড়দের একসাথে খেলতে সহায়ক হবে।
তিনি বলেন,‘কিভাবে অন্য খেলোয়াড়দের সাথে মিশতে হয় সাকিব সেটা জানে। এটি সমস্যা না। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবো এবং এরপর যুক্তরাষ্ট্রের সাথে আরো তিনটি ম্যাচ রয়েছে। যার মাধ্যমে একসাথে সময় কাটানোর সুযোগ পাবে খেলোয়াড়রা।’
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা