১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দিল্লিতে ট্রাভিস ঝড়, রেকর্ডের ম্যাচে পন্থদের হারিয়ে দুইয়ে হায়দরাবাদ

দিল্লিতে ট্রাভিস ঝড়, রেকর্ডের ম্যাচে পন্থদের হারিয়ে দুইয়ে হায়দরাবাদ - ফাইল ছবি

আইপিএলে আরো একটি দাপুটে জয় সানরাইজার্স হায়দরাবাদের। শনিবার রাতে ঋষভ পন্থদের ঘরের মাঠে অভিষেক ম্যাচ পণ্ড করে দিলেন ট্রাভিস হেড, অভিষেক শর্মা। ৬৭ রানে দিল্লিকে হারিয়ে দুইয়ে ওঠে এলো প্যাট কামিন্সের দল। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান তোলে সানরাইজার্স। জবাবে পাঁচ বল বাকি থাকতেই ১৯৯ রানে অলআউট হয়ে যায় দিল্লি। তবে আরো লজ্জার মুখে পড়তে হতে পারত ঋষভ পন্থদের। আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে হায়দরাবাদ। ৬ ওভারের শেষে বিনা উইকেট হারিয়ে তাদের রান ছিল ১২৫। ম্যাচের শুরু থেকে যেভাবে তাণ্ডব শুরু করে হায়দরাবাদের ওপেনিং জুটি, মনে হয়েছিল নিজেদের টপকে আইপিএলের ইতিহাসে প্রথমবার ৩০০ রানের নজির গড়বে হায়দরাবাদ। কিন্তু ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা আউট হতেই ঝড় থামে।

একই ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে দিল্লিকে ম্যাচে ফেরান কুলদীপ যাদব। দ্রুততম অর্ধশতরানের নজির গড়তে পারতেন অভিষেক। কিন্তু মাত্র ৪ রানের জন্য হাতছাড়া হয়। ৬টি ছয়, ২টি চারের সাহায্যে ১২ বলে ৪৬ রান করে আউট হন। একই অবস্থা হেডেরও। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। ৩২ বলে ৮৯ রান করে আউট হন। বিধ্বংসী ইনিংসে ছিল ৬টি ছয়, ১১টি চার। প্রথম উইকেটে ১৩১ রান যোগ করে এই জুটি। এদিন রান পাননি মার্করাম (১), ক্লাসেন (১৫)। শেষদিকে আবার ঝড় তোলেন শাহবাজ আহমেদ। ৫টি ছয়‌, ২টি চারের সাহায্যে ২৯ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন পশ্চিমবঙ্গের অলরাউন্ডার। তাকে যোগ্য সঙ্গত দেন নীতিশ কুমার রেড্ডি (৩৭)। চার উইকেট নেন কুলদীপ। রান তাড়া করতে নেমে ব্যর্থ দিল্লির ওপেনিং জুটি। রান পাননি ডেভিড ওয়ার্নার (১), পৃথ্বী শ (১৬)।

আরও একটি বিধ্বংসী ইনিংস জেক ফ্রেজার ম্যাক গুর্কের। মাত্র ১৫ বলে অর্ধশতরান করেন। শেষপর্যন্ত ১৮ বলে ৬৫ রান করে আউট হন। ইনিংসে ছিল ৭টি ছয়, ৫টি চার। ২২ বলে ৪২ করেন অভিষেক পোড়েল। ৪৪ রান করেন ঋষভ পন্থ। কিন্তু দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। ১৯৯ রানে শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। ৪ উইকেট নেন নটরাজন। তারমধ্যে একই ওভারে নেন তিন উইকেট। আট ম্যাচের মধ্যে পাঁচটিতেই হার সৌরভ-পন্টিংয়ের দলের।


আরো সংবাদ



premium cement