১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশাল ব্যবধানে ব্রাদার্স ইউনিয়নকে হারালো গাজী গ্রুপ

বিশাল ব্যবধানে ব্রাদার্স ইউনিয়নকে হারালো গাজী গ্রুপ -

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ব্রাদার্স ইউনিয়নকে ১৩০ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে গাজী গ্রুপ।

শুরুতেই ওপেনার মেহেদী মারুফকে হারালেও আনিসুল ইসলাম ইমনের ৬৫ রান ও হাবিবুর রহমান সোহানের ৮১ রানে শক্ত ভিত গড়ে তোলে গাজী গ্রুপ।

মিডল অর্ডারে ৭৪ রান করে সাব্বির হোসেন ও ৬৪ রান করে আল-আমিন রানের সংগ্রহ আরো বাড়িয়ে দেন।

৭ উইকেটে ৩৪৪ রান করে ইনিংস শেষ করে গাজী গ্রুপ।

ব্রাদার্সের হয়ে রাহাতুল ফেরদৌস নেন ৩ উইকেট।

বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে ব্রাদার্সকে ৪১ ওভারে ৩০৯ রানের লক্ষ্য দেয়া হলে সেটি তাড়া করতে ব্যর্থ হয় তারা।

আব্দুল মজিদ (৫১) কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও বাকিদের জ্বলে উঠতে দেখা যায়নি। মাহমুদুল হাসানের ২৪ রান দলের স্কোর বাড়াতে কিছুটা ভূমিকা রাখে।

৩৪ রানে ৪ উইকেট নেয়া আবদুল গাফফার সাকলাইনের হাত ধরে ব্রাদার্সকে বেশ চাপে রাখেন গাজী গ্রুপের বোলাররা। ১৭৮ রানে সব উইকেট হারিয়ে ১৩০ রানের বিশাল পরাজয় মেনে নেয় ব্রাদার্স ইউনিয়ন।

দিনের অপর ম্যাচে ডিএলএস পদ্ধতিতে মাত্র ৫ রানের ব্যবধানে সিটি ক্লাবকে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। রূপগঞ্জের অধিনায়ক শামসুর রহমান সেঞ্চুরিতে রূপগঞ্জ ৮ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে।

৪১ ওভারে ২৬৬ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ রানের ব্যবধানে হেরে যায় সিটি ক্লাব। রূপগঞ্জের হয়ে ৮ ওভারে ৩২ রান খরচ করে ৪ উইকেট নেন আরাফাত সানি।


আরো সংবাদ



premium cement
পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে : রাষ্ট্রপতি বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নারী নিহত নটরডেমে ফিরছে যিশু খ্রিষ্টের ‘কাঁটার মুকুট’ দরদ লাগলে হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করুন : দুলু

সকল