১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সমর্থকদের মাতামাতি করতে মানা করলেন শান্ত

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত - ফাইল ছবি

ভারত বিশ্বকাপের তিক্ত স্মৃতি এখনো তাড়া করে ফিরছে বাংলাদেশ দলকে। প্রত্যাশার পাহাড় নিয়ে দেশ ছাড়লেও ফিরতে হয় খালি হাতে, মাথা নুইয়ে। নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ কাটায় টাইগাররা। ফলে স্বাভাবিকভাবেই সমর্থকদের রোষানলে পড়তে হয়েছে সাকিবদের।

তবে দুঃসহ সেই সময় নিয়ে পড়ে থাকার সুযোগ নেই, দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে গড়াবে এই মেগা আসর। তবে এই আসর ঘিরে বড় স্বপ্ন দেখতে মানা করলেন নাজমুল হোসেন শান্ত। বললেন দলের কাছে প্রত্যাশা পরিধি না বাড়াতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে গ্রুপ ‘ডি’-তে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপালের সাথে খেলবে বাংলাদেশ। পরের রাউন্ডে যেতেই অনেক চড়াই-উৎরাই পার হতে হবে টাইগারদের। নিজেদের সেরাটা দেয়ার দৃঢ় প্রত্যয় জানালেও প্রত্যাশাগুলো চাপা রাখার অনুরোধ বাংলাদেশ অধিনায়কের।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শান্ত বিশ্বকাপ নিয়ে কথা প্রসঙ্গে বলেন, ‘প্রত্যেক বিশ্বকাপের আগে দেখি অনেক প্রত্যাশা। এটা করব, সেটা করব, অনেক কথাবার্তা হয়। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই প্রত্যাশা খুব একটা করার দরকার নেই। আমার অনুরোধ থাকবে এই নিয়ে আমরা যেন মাতামাতি না করি।’

তার চাওয়া প্রত্যাশাগুলো সকলের মনেই থাকুক। ‘প্রত্যাশা মনের ভেতরেই থাক। বাংলাদেশ দল কী চায় আপনারাও জানেন, আমরাও জানি। সবাই চায় আমরা অনেক বড় কিছু করি। কিন্তু এটা নিয়ে খুব বেশি মাতামাতি আমার ভালো লাগে না। আসলে দরকার নেই। ফলাফল হলে এমনিতেই বোঝা যাবে।’

তবে সাধ্যের সবটা দিয়ে দলকে প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিতে চান শান্ত। বলেন, ‘আমি একটা জিনিস বলতে পারি, যে দলটা খেলবে তারা ১২০ ভাগ দিবে প্রতিটি ম্যাচ জেতার জন্য। এই নিশ্চয়তা আমি দিতে পারি। প্রতিটি ম্যাচ আমরা যখন খেলি, তখন অনেক আশা নিয়েই খেলি। আমরা যেটা পারি, ওই জিনিসটা করার চেষ্টা করি।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ডালাসে আগামী ৭ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে শান্তর দল।


আরো সংবাদ



premium cement